আহমেদাবাদ: এবার আইপিএল-এ গৌতম আদানি? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরু থেকেই মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মালিকানা রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর হাতে। সবকিছু পরিকল্পনামাফিক চললে গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজির মালিক হবেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি। বর্তমানে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা আছে প্রাইভেট ইক্যুইটি ফার্ম, সিভিসি ক্যাপিটালের হাতে। সূত্রের খবর, গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রক অংশীদারিত্ব কেনার জন্য এই প্রাইভেট ইক্যুইটি ফার্মের পার্টনারদের সঙ্গে আলোচনা করছে আদানি গোষ্ঠী। আলোচনা করছে টরেন্ট গোষ্ঠীও। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, সিভিসি ক্যাপিটালও আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির সংখ্যাগরিষ্ঠ শেয়ার বিক্রি করতে ইচ্ছুক। তবে, তারা অল্প সংখ্যক শেয়ার নিজেদের হাতে রাখতে চায়।
আপাতত বিসিসিআই-এর লক-ইন পিরিয়ড চলছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই অবস্থাই থাকবে। অর্থাৎ, ২০২৫-এর ফেব্রুয়ারি পর্যন্ত কোনও আইপিএল দলের শেয়ার বিক্রি করা যাবে না। ২০২১ সালে ৫,৬২৫ কোটি টাকা দিয়ে গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজি কিনেছিল সিভিসি ক্যাপিটাল। আত্মপ্রকাশেই আইপিএল জিতেছিল তারা। বর্তমানে, তিন বছরের পুরনো এই ফ্র্যাঞ্চাইজির মূল্য ১০০ কোটি থেকে ১৫০ কোটি টাকার। ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুসারে ২০২১ সালেই আইপিএল-এর আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি কিনতে চেয়েছিল আদানি গোষ্ঠী এবং টরেন্ট গোষ্ঠী। এখন, গুজরাট টাইটান্সের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব কেনার জন্য দুই সংস্থাই আগ্রাসীভাবে এগোচ্ছে।
২০০৮-এ শুরু হওয়া ইন্ডিয়ান ক্রিকেট লিগ, গত দেড় দশকে এক আকর্ষণীয় ব্যবসায়িক সম্পদে পরিণত হয়েছে। তাই, আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলি কেনার জন্য ব্যাপক আগ্রহ রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবশ্য গৌতম আদানি এই প্রথম আগ্রহ দেখাচ্ছেন না। ২০২৩-এ মহিলা প্রিমিয়ার লিগ বা ডব্লিউপিএল-এ বিনিয়োগ করেছিলেন তিনি। ১,২৮৯ কোটি টাকা দিয়ে কিনেছিলেন ডব্লুপিএল-এর আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। এছাড়া, আরব আমিরশাহির টি-টোয়েন্টি লিগেও দল কিনেছেন তিনি।