কলকাতা : জামাইষষ্ঠীতে কিছুটা পড়েছিল সোনার দাম। তারপরই ফের ঊর্ধ্বমুখী হয় হলুদ ধাতু। সোনার গয়না ক্রেতাদের হতাশ করে গতকাল দাম বেড়েছিল সোনার। তবে মঙ্গলবার বাজার খুলতেই দাম কমল সোনার। কয়েকদিন ধরেই সোনার দাম সাপ-লুডোর মতো ওঠানামা করছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ২৫০ টাকা। একই হারে দাম কমেছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। সোনার সঙ্গে তাল মিলিয়ে এদিন পড়ল রুপোর দামও। গতকাল এক কেজি রুপোর দাম বেড়েছিল ৭০০ টাকা। এদিন কমল ৫০০ টাকা।
এমসিএক্স সূচকে এদিন সকাল ১০ টা অনুযায়ী সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,০৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৬০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৬,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৯৩ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৫৪৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৯৩০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৯,৩০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬১,৯০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গতকাল দাম বেড়েছিল সোনা-রুপোর। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ২৫০ টাকা। এক কেজি রুপোর
দাম কমেছে ৫০০ টাকা। গত বেশ কয়েকদিন ধরেই সোনা-রুপোর দাম বেশ অস্থায়ী।
এদিন বিশ্ববাজারে দাম পড়ল সোনার। গতকাল এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮৫২.৬২ মার্কিন ডলার। এদিন তা কমে হয়েছে ১,৮৪১.৪৪ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
ক্রমশ নিম্নমুখী টাইটান কোম্পানির শেয়ার। মঙ্গলবার টাইটানের শেয়ারের দাম কমে হয়েছে ২,১০৮ টাকা। এদিকে পিসি জুয়েলার ও কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়েছে। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৬১.৩০ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দাম আছে ২৩.২০ টাকা।