কলকাতা: ক্রেতাদের মুখে ফুটল হাসি। বুধবার দাম কমল সোনার (Gold Price Today)। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম অপরিবর্তিত রয়েছে। কিন্তু ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার কমেছে দাম। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৮০ টাকা। সোনার পাশাপাশি এ দিন দাম কমেছে রুপোরও (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম কমেছে ৪৫০ টাকা।
বুধবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২৪০
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৯২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,৪০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২৪,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭১৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৭২৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,১৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭১,৬০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬৯,৯৫০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
এই বছরে প্রথম থেকেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। এই বছর সোনার দাম ৬২ হাজারের গণ্ডি পেরোনোরও আভাস দিয়েছিল বিশেষজ্ঞরা। তবে গতকাল প্রেম দিবসের দিনও কম ছিল সোনার দর। আজ তা আরও কমল। আজ দাম কমেছে রুপোরও। ৭০ হাজারের গণ্ডির নীচে নামল রুপোর দর।
বুধবার বিশ্ব বাজারে দাম কমেছে সোনার। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৮৫৮.৩৪ মার্কিন ডলার। আজ তা কমে হয়েছে ১,৮৪৬.৩৩ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের বেড়ে হয়েছে ২,৫০৯.১৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৯.৯৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৮.৯০ টাকা।