কলকাতা : সপ্তাহের প্রথম দিনই সোনার মত উজ্জ্বল গয়না ক্রেতাদের ভাগ্য। সোমবার দাম পড়ল সোনার। গয়না কিনতে পকেটে স্বস্তি মিলবে ক্রেতাদের। এদিন বাজার খুলতেই দাম কমল সোনার। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১১০ টাকা। সোনার সঙ্গে তাল মিলিয়ে দাম কমেছে রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৪০০ টাকা।
সোমবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭১০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৬৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,১০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭১,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৩৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,১০৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৩৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৩,৮০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৮,০০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
সোমবার দিনের শুরুতেই দাম কমল সোনার। সারা সপ্তাহ সোনার দাম কীরকম ওঠা-নামা করবে তা দেখার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৭,১০০ টাকা। সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম রয়েছে ৫৮ হাজার টাকা।
বিগত কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী ছিল। তবে সোমবার খানিকটা বাড়ল সোনার দাম। এদিন ১ এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৭৫৯.৮৭ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার প্রতিবেদনটি লেখার সময় টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৩৫০.৮০ টাকা। কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৬৫.৬০ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৪৯.১০ টাকা।