Gold Price Today: শনিবার অনেকটা সস্তা হল সোনা-রুপো, আজ কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 29, 2022 | 1:00 PM

Gold Price Today: শনিবার অনেকটা হারে দাম কমল সোনা-রুপোরই। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩৫০ টাকা।

Gold Price Today: শনিবার অনেকটা সস্তা হল সোনা-রুপো, আজ কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?
ছবি সৌজন্যে : Pixabay

Follow Us

কলকাতা: সামনেই বিয়ের মরশুম। ফলে সোনার দোকানে টুকটাক ভিড় এখন লেগেই থাকবে। বর বউয়ের জন্য বিভিন্ন গয়না কেনার হিড়িক থাকে এই সময়। পাশাপাশি উপহারের জন্যও ছোটোখাটো সোনার গয়না কিনতে সোনার দোকানে ভিড় করেই থাকেন ক্রেতারা। এই আবহে সোনার দামের দিকে প্রতিদিন নজর থাকেই ক্রেতাদের। আর শনিবার তাঁদের জন্য রয়েছে সুখবর। এদিন অনেকটা দাম কমেছে সোনার। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৩৮০ টাকা। গতকালই অনেকটা হারে দাম কমেছিল রুপোর। এদিন তা আরও পড়ল। শনিবার ১ কেজি রুপোর দাম কমেছে ৬ হাজার ২০০ টাকা।

শনিবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৭৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৪০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৭৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৭,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৮০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১০,০০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৭,৫০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বিয়ের মরশুমের আগে অনেকটা সস্তা হল সোনা। বেশ খানিকটা হারে দাম কমেছে রুপোরও। গত ১ সপ্তাহে এদিন সর্বনিম্ন হয়েছে সোনা-রুপোর দাম।

গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৬০.০৭ মার্কিন ডলার। শনিবার বিশ্ববাজারে অনেকটা দাম কমেছে সোনার। এদিন আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৬৪৪.৮৫ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৭৩১.৬৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৪.৫০ টাকা। এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৩.২৫ টাকা।

Next Article