সম্প্রতি ভারতের টাকায় (Indian Currency) লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর দাবি তুলে সরব হয়েছেন আম আদমি পার্টির (Aam Aadmi Party) নেতা অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। এই নিয়ে আম আদমি পার্টি এবং বিজেপির রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এদিকে আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোটে দেব-দেবীর ছবি ছাপানো নিয়ে চিঠি লেখেন কেজরীবাল। তবে নোটে লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর সিদ্ধান্ত কি আদৌ প্রধানমন্ত্রীর? আপনি কী জানেন, ভারতীয় টাকার ডিজাইন কে করে?
আরবিআই আইনের (RBI Act) ২৫ নং ধারা অনুযায়ী, নোটের ডিজাইন, আকার সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে আরবিআই। আরবিআই-এর কেন্দ্রীয় বোর্ডের সুপারিশগুলি বিবেচনা করার পরে কেন্দ্রীয় সরকার সেই বিষয়গুলিতে অনুমোদন দিতে পারে। যদিও ভারতীয় মুদ্রা ছাপানোর ক্ষমতা শুধুমাত্র আরবিআই-র কাছে রয়েছে, তবুও আরবিআই-র বেশিরভাগ কর্মকাণ্ডের বিষয়ে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে।
উদাহরণ স্বরূপ, কোন মূল্যের নোট ছাপানো হবে এবং ব্যাঙ্ক নোটের নকশা, নিরাপত্তা বৈশিষ্ট্যের মতো বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেয় সরকার। আরবিআই আইনের ধারা নং ২৪ বলে যে, আরবিআই ১০ হাজার টাকার বেশি মূল্যের নোট ইস্যু করতে পারবে না। এদিকে নোটের নকশা বদল নিয়ে কোনও নির্দিষ্ট লিখিত নিয়ম নেই। বিগত বছরে বহুবার ভারতীয় মুদ্রার নকশা এবং আকার বদল হয়েছে। আরবিআই-এর কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এই ধরনের নকশা পরিবর্তন এবং নোট ছাপানো বা মুদ্রার মুদ্রণের বিষয়টি দেখে। কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নতুন মুদ্রার ডিজাইনের একটি ‘কনসেপ্ট নোট’ তৈরি করতে পারে। এরপর সেই কনসেপ্ট নোট পাঠানো হয় গভর্নরের কাছে। এটি অনুমোদনের জন্য আরবিআই-এর কেন্দ্রীয় বোর্ডের কাছেও পাঠানো হয়। অর্থ মন্ত্রক আরবিআইয়ের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করতে পারে। নকশা পরিবর্তনের জন্য নীতিগত সিদ্ধান্ত নিতে পারে অর্থ মন্ত্রক। নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য সংক্রান্ত পরামর্শ চূড়ান্ত অনুমোদনের আগে প্রেসের সঙ্গেও আলোচনা করতে পারে আরবিআই।