কলকাতা : ফের বাড়ল সোনা-রুপোর দাম। সোনার দামে কোনওভাবেই যেন স্বস্তি মিলছে না। বুধবার বাজার খুলতেই ফের বাড়ল সোনা-রুপোর দাম। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বাড়ল ১০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১১০ টাকা। এদিন সোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। ১ কেজি রুপোর দাম বেড়েছে ২০০ টাকা।
এমসিএক্স সূচকে এদিন সকাল ১০ টা অনুযায়ী সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৭০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,১৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৭০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৭,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২০৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৬৩২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,০৪০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২০,৪০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬২,১০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গতকাল দাম কমেছিল সোনা-রুপোর। কিন্তু বুধবার বাজার খুলতেই ফের বাড়ল সোনার দাম। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১০০ টাকা। সোনার এক কেজি রুপোর
দাম বেড়েছে ২০০ টাকা। গত বেশ কয়েকদিন ধরেই সোনা-রুপোর দাম বেশ অস্থায়ী।
এদিন বিশ্ববাজারে দাম বাড়ল সোনার। গতকাল এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮৪১.৪৪ মার্কিন ডলার। এদিন তা হয়েছে ১,৮৫২.২৮ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বিগত কয়েকদিন ধরে নিম্নমুখী থাকার পর এদিন দাম বাড়ল টাইটান কোম্পানির শেয়ারের। মঙ্গলবার টাইটানের শেয়ারের দাম হয়েছে ২,১১৭.৬৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৬০.৩০ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দাম আছে ২২.৯৫ টাকা।