Gold Price Today: মঙ্গলেই ফের চড়়ল সোনার দর, আজ ২৪ ক্যারেট সোনার দাম কত?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 16, 2023 | 11:41 AM

Gold and Silver Price Today: মঙ্গলেই ঊর্ধ্বমুখী হল সোনার দর (Gold Price Today)। আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১১০ টাকা। এদিকে দাম বেড়েছে রুপোরও।

Gold Price Today: মঙ্গলেই ফের চড়়ল সোনার দর, আজ ২৪ ক্যারেট সোনার দাম কত?
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: কয়েকদিন অপরিবর্তিত ছিল সোনার দর। ফলে ক্রেতারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। তবে সপ্তাহের প্রথম দিনে সোনার দাম না বাড়লেও মঙ্গলেই ঊর্ধ্বমুখী হল সোনার দর (Gold Price Today)। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১১০ টাকা। সোনার পাশাপাশি আজ দাম বাড়ল রুপোরও (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম বাড়ল ৩০০ টাকা।

মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৬৭৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৫,৪০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৬,৭৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৬৭,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,১৯১ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৯,৫২৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬১,৯১০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,১৯,০০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৫,১০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

কলকাতার বাজারে মে মাসের প্রথম থেকেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দর। এই মাসেই রেকর্ড গড়েছিল সোনার দর। তবে গত দু’দিন অপরিবর্তিত ছিল সোনা রুপোর দর। ফলে কিছুটা স্বস্তি মিলেছিল ক্রেতাদের। দাম অপরিবর্তিত থাকার আগে পরপর দাম কমেছিল রুপোর। প্রায় ৩ হাজার ৩০০ টাকা সস্তা হয়েছিল রুপো। তবে মঙ্গলেই ফের ঊর্ধ্বমুখী হল সোনা-রুপোর দর।

এদিকে আজ বিশ্ব বাজারে কমেছে স্পট গোল্ডের দর। গতকাল ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ২,০১৫.৯০ মার্কিন ডলার। আজ তা কমে হয়েছে ২,০১১.৪৩ মার্কিন ডলার। তবে এর প্রভাব দেশীয় বাজারে সোনার দামে পড়েনি। কলকাতায় ঊর্ধ্বমুখী সোনার দর।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। আজ এই কোম্পানির শেয়ারের দাম হয়েছে ২,৭৮৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৯ টাকা। দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২৪.৮২ টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*

Next Article