Gold Price Today: আজ রেকর্ড গড়ল সোনার দর, বাধ মানছে না রুপোর দৌড়ও

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 14, 2023 | 11:41 AM

Gold Price Today: আজ রেকর্ড হারে দাম বাড়ল সোনার। পাশাপাশি অনেকটা হারে দামবৃদ্ধি হয়েছে রুপোরও।

Gold Price Today: আজ রেকর্ড গড়ল সোনার দর, বাধ মানছে না রুপোর দৌড়ও
প্রতীকী ছবি
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: গ্রীষ্মের দাবদাহে পুড়ছে সোনা। বৃহস্পতিবারে সামান্য দাম কমেছিল সোনার। তবে আজ চড়চড়িয়ে অনেকটা হারে দাম বাড়ল সোনার। এদিকে সামনে বৈশাখেই আবার বিয়ের মরশুম। তার উপর নববর্ষের আগের দিন এই হারে দাম বৃদ্ধিতে হতাশ ক্রেতারা। শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৫৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ৬০০ টাকা। এদিকে গতকাল সোনার দাম কমলেও ঊর্ধ্বমুখী ছিল রুপোর দাম (Silver Price Today)। আর আজও রুপোর সেই দৌড় জারি রয়েছে। আজ ১ কেজি রুপোর দাম বাড়ল ১ হাজার ৬০০ টাকা।

শুক্রবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৬৬৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৫,৩২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৬,৬৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৬৬,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,১৮০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৯,৪৪০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬১,৮০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,১৮,০০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৯,৬০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

ফের সর্বকালীন রেকর্ড ভেঙে দিল সোনার দাম। আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬১ হাজার গণ্ডি পেরিয়ে ৬২ হাজারের দিকে যাচ্ছে সোনার দাম। এদিকে রুপোর দামেও লেগেছে আগুন। রুপোর ঊর্ধ্বগতি যেন কোনও বাধাই মানছে না। একদিনে ১ কেজি রুপোর দাম বেড়েছে ১ হাজার ৬০০ টাকা। আজ রেকর্ড গড়ল রুপোর দামও।

আজ বিশ্ব বাজারেও দাম বাড়ল স্পট গোল্ডের। এর ফলে দেশীয় বাজারে দাম বাড়ল সোনার। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ২,০২১.২২ মার্কিন ডলার। আজ তা বেড়ে হল ২,০৪০.৫৬ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

শুক্রবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৫৮৩.৯০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৪.৪৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৫.৮০ টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*

Next Article