কলকাতা: সোনার দামের গ্রাফ যেন উষ্ণতার পারদ। এই কমে তো এই বাড়ে। গতকাল দাম কমেছিল সোনার। তবে তা দীর্ঘস্থায়ী হল না। লক্ষ্মীবারেই ফের দাম চড়ল সোনার (Gold Price Today)। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৬০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ৬৫০ টাকা। সোনার পাশাপাশি আজ দাম বাড়ল রুপোরও। আজ ১ কেজি রুপোর দাম (Silver Price Today) বাড়ল ১০০০ টাকা।
বৃহস্পতিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৪৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৩,৮৪০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৪,৮০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৪৮,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৯৭৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৭,৮২৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৯,৭৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৯৭,৮০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭২,৬০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
সব রেকর্ড ভেঙে দিয়ে কয়েকদিন আগেই হু হু করে বেড়েছিল সোনার দর। তবে আজ অনেকটা হারে দাম কমল সোনার। এই বছরে প্রথম থেকেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দর। কয়েকদিন আগেই সব রেকর্ড ভেঙে ৬০ হাজারের গণ্ডি পেরিয়েছিল সোনার দর। গতকাল সামান্য দাম কমেছিল সোনার। তবে আজ ফের দাম বাড়ল সোনার।
বিশ্ব বাজারে আজ চড়চড়িয়ে দাম বাড়ল স্পট গোল্ডের। তার ফলে দেশীয় বাজারেও ঊর্ধ্বমুখী সোনার দর। গতকাল বিশ্ব বাজারে আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৯৪০.৩৪ মার্কিন ডলার। আজ তা বেড়ে হয়েছে ১,৯৭৭.৯০ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৫০৩ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১১৭.৫৫ টাকা। আজ দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৯.২৫ টাকা।
*উপরের সোনার হারগুলি নির্দেশক এবং এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*