কলকাতা : সপ্তাহের প্রথম দিনে অপরিবর্তিত থাকল সোনার দাম। এদিনে সোনার দামে কোনও ওঠা-নামা দেখা যায়নি। এদিকে গত বেশ কয়েক সপ্তাহ ধরেই সপ্তাহের প্রথমদিন অর্থাৎ সোমবার করে অপরিবর্তিত থাকছে হলুদ ধাতুর দাম। এদিকে সোনার পাশাপাশি দাম একই রকম মুখ ব্য়াজার রয়েছে রুপোরও। এদিনে রুপোর দামেও কোনও ওঠা-নামা দেখা যায়নি।
সোমবার বেলা ৩ টে অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮১৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৫২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,১৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮১,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৫৩ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪২,০২৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৫৩০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৫,৩০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৯,৩০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
সোমবার দাম বাড়েনি বা কমেনি সোনা-রুপোর। তবে গত দু’মাসে এদিন সর্বোচ্চ রয়েছে সোনার দাম। গত একমাসে এদিন সর্বোচ্চ রয়েছে রুপোর দাম।
এদিন আন্তর্জাতিক বাজারে সামান্য দাম বেড়েছে সোনার। বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৭৯৫.৪১ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার কমল টাইটান কোম্পানির শেয়ারের দাম। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৪৭০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৭০ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৬০.৪৫ টাকা।