Gold Price Today: বিয়ের মরশুমে কিছুটা স্বস্তি মধ্যবিত্তের, বুধবার দাম বাড়ল না সোনার

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 25, 2023 | 11:24 AM

Gold Price Today: বুধবার দাম বাড়ল না সোনা ও রুপোর। আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৭,৪৯০ টাকা।

Gold Price Today: বিয়ের মরশুমে কিছুটা স্বস্তি মধ্যবিত্তের, বুধবার দাম বাড়ল না সোনার
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: বিয়ের মরশুমে কিছুটা স্বস্তি ক্রেতাদের জন্য। গতকাল অনেকটা হারে দাম বাড়ার পর বুধবার অপরিবর্তিত রয়েছে সোনার দাম (Gold Price Today)। মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫২,৭০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৭,৪৯০ টাকা। এ দিন সোনার পাশাপাশি দাম বাড়েনি রুপোরও (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম রয়েছে ৭২,৫০০ টাকা।

বুধবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২৭০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪২,১৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,৭০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২৭,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭৪৯ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৯৯২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,৪৯০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭৪,৯০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭২,৫০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বিয়ের মরশুমে এইভাবে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছিল ক্রেতাদের। মঙ্গলবার সব রেকর্ড ভেঙে ৫৭-র গণ্ডি পেরিয়ে গিয়েছিল সোনার দর। সোনার পাশাপাশি গতকাল রুপোর দামও বেড়েছিল। গতকাল এত হারে দামবৃদ্ধির পর আজ অপরিবর্তিত রয়েছে সোনা ও রুপোর দর।

বেশ কয়েকদিন ধরে বিশ্ব বাজারেও দাম ঊর্ধ্বমুখী ছিল স্পট গোল্ডের (Spot Gold)। তবে এ দিন বিশ্ব বাজারে কমেছে স্পট গোল্ডের দাম। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৯৩৫.২৫ মার্কিন ডলার। আজ তা কিছুটা কমেছে। আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম হয়েছে ১,৯২৬.১৩ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৩৩৬.৪৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১১৬.২৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৫৮.৮০ টাকা।

Next Article