কলকাতা : পরপর তিনদিন অপরিবর্তিত রইল সোনার দাম। তার আগে ৫ অগস্ট দাম বেড়েছিল হলুদ ধাতুর। এর পর তিনদিন সোনার দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। সপ্তাহের প্রথম দিনে মুখ ভার সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম রয়েছে ৪৭ হাজার ৫৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্য়ারেট সোনার দাম রয়েছে ৫১ হাজার ৮৭০ টাকা। এদিকে রুপোর দামেও কোনও পরিবর্তন দেখা যায়নি। এদিন ১ কেজি রুপোর দাম রয়েছে ৫৭ হাজার ৪০০ টাকা।
সোমবার বেলা ৩ টে অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৫৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,০৪০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৫৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৫,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৮৭ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৪৯৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৮৭০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৮,৭০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৭,৪০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গত প্রায় তিনদিন ধরে অপরিবর্তিত রয়েছে সোনার দাম। সোমবারও সোনার দামে কোনও ওঠা-নামা লক্ষ্য করা যায়নি। এর আগে শুক্রবার দাম বেড়েছিল সোনার। তবে সপ্তাহের প্রথম দিনেই নিশ্চিন্ত সোনা ক্রেতারা। এদিকে সোনার মতোই রুপোর দামে কোনও পরিবর্তন দেখা যায়নি।
সোমবার বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৭৭৩.০৬ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৪৪৬.৯৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৭১.৪৫ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দাম কমে রয়েছে ৫৭.২০ টাকা।