সামনেই বাংলা নববর্ষ। আর বাঙালির যেকোনও অনুষ্ঠানে সোনা শুভ হিসেবে বিবেচিত হয়। তাই এই সময়ও অনেকেরই সোনা কেনার হিড়িক থাকে। আর বৈশাখে বিয়ের জন্য তো সোনার গয়না কেনার জন্য এখন থেকেই তো ঝাঁপিয়ে পড়বেন অনেকেই। শুধু তাই নয়, কোনও শুভ অনুষ্ঠানে উপহার দেওয়ার ক্ষেত্রেও আমাদের পছন্দ হয় ওই সোনার গয়না। তবে এত দামি একটা ধাতু কিনছেন উপহারের জন্য তা আসল নাকি নকল তা অবশ্যই পরখ করে দেখা উচিত। কিন্তু খালি চোখে কীভাবে জানবেন আপনার কেনা সোনা খাঁটি নাকি নকল? এই প্রতিবেদন থেকে দেখে নিন
হলমার্কিং চেক করুন:
সোনা খাঁটি কি না তা চেনার সবচেয়ে সহজ উপায় হল হলমার্কিং। এর সাহায্যে আপনি আপনার সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে পারেন। তাই সবসময় হলমার্ক করা সোনা কিনুন। সোনা কেনার সময় আসল হলমার্কে BIS-এর একটি ত্রিভুজাকার চিহ্ন থাকে, যার সঙ্গে সোনার বিশুদ্ধতাও লেখা থাকে। এদিকে কেন্দ্র হলমার্ক দেওয়া সোনা বিক্রি বাধ্যতামূলক করেছে দেশজুড়ে। ১ এপ্রিল থেকেই এই নয়া নিয়ম জারি করার কথা ছিল। তবে সরকারের তরফে সম্প্রতি জানানো হয়েছে, আগামী ৩০ জুন অবধি গহনা প্রস্তুতকারক ও বিক্রেতারা তাদের স্টকে থাকা হলমার্কবিহীন গয়না বিক্রি করতে পারবেন। তারপর থেকে হলমার্ক ছাড়া কোনও গয়না দেশে বিক্রি করা যাবে না। ফলে সোনা খাঁটি কি না তা হলমার্ক চিহ্ন দেখেই বুঝতে পারবেন ক্রেতারা।
ভিনিগার দিয়ে পরীক্ষা:
রান্নাঘরের কিছু সহজলভ্য উপকরণ দিয়েই সোনার বিশুদ্ধতা পরীক্ষা করা যায়। ভিনিগার দিয়ে পরীক্ষা করে পরখ করতে পারেন আপনার সোনা খাঁটি নাকি নকল। সোনার গয়নার উপর ড্রপার দিয়ে ফোঁটা ফোঁটা করে হোয়াইট ভিনিগার ঢালুন। যদি সোনার রং পরিবর্তন হতে শুরু করে তাহলে বুঝবেন সেই সোনা নকল। আর যদি চকচক করে তাহলে আসল সোনা আপনার কাছে।
অ্যাসিড টেস্ট:
কোনও গোল্ড প্লেটেড বা সোনার গয়না খাঁটি কি না তা পরীক্ষা করার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হল অ্যাসিড পরীক্ষা। অ্য়াসিড টেস্টের জন্য একটি ছোট্ট সোনার গয়না নিন। একটি সূচ নিয়ে গয়নার ছোট্ট জায়গা ঘষে দিন। তারপর অ্যাসিড কিটে দেওয়া একটি ড্রপার দিয়ে সেই ছিদ্র অ্যাসিড দিয়ে ভর্তি করুন। তারপর ড্রপার দিয়ে ওই ঘষা জায়গায় অ্য়াসিড দিন। অ্য়াসিডের সঙ্গে বিক্রিয়ায় সেই জায়গার রং পরিবর্তন হবে। ভাল করে খেয়াল করুন সেই জায়গার কী রং হয়েছে। তারপর অ্যাসিড কিটে দেওয়া কার্ডের রঙের সঙ্গে মিলিয়ে নিন।
মেকআপ টেস্ট:
সোনার সত্যতা যাচাইয়ে মেকআপ কাজে আসে অনেকক্ষেত্রে। প্রথমে নিজের হাতের এক জায়গায় তরল ফাউন্ডেশন ঢালুন। সেটা ভাল করে ব্লেন্ড করে শুকিয়ে নিন। তারপর আপনার সোনার গয়নাটি নিয়ে সেই ফাউন্ডেশন লাগানো জায়গায় ঘষুন। তাতে যদি আপনার হাতের অংশটা কালো হয়ে যায় তাহলে আসন সোনার মালিক আপনিই।