সম্প্রতি ৪ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করেছে কেন্দ্র। জানুয়ারি মাস থেকেই এই বর্ধিত হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সাম্প্রতিক এই ঘোষণার পর ফের একবার কপাল খুলতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কারণ আগামী জুলাই মাসে ফের একবার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এবারও ৪ শতাংশ হারেই ডিএ বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে। এই আবহেই সপ্তম বেতন কমিশনের সুপারিশে ডিএ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে বলে জ়ি মিডিয়ার প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে।
জুলাইতে ডিএ বৃদ্ধির নয়া ফর্মুলা:
জ়ি বিজনেসের একটি প্রতিবেদন অনুযায়ী, শ্রম মন্ত্রক জুলাই মাসে ডিএ বৃদ্ধির ফর্মুলা পরিবর্তন করেছে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক মজুরি হার সূচকের একটি নতুন সিরিজ (WRI-Wage Rate Index) আনছে। ডিএ-র ভিত্তি বছর (Base Year) পরিবর্তন করে ২০১৬ করেছে শ্রম মন্ত্রক। শ্রম মন্ত্রক মজুরি হার সূচকের নয়া সিরিজ কার্যকর করতে পারে। যেখানে বেস ইয়ার হিসেবে ধরা হবে ২০১৬=১০০। এর আগে বেস ইয়ার হিসেবে ধরা হত ১৯৬৩-৬৫ সালকে। তবে সেই পুরনো সিরিজে এবার ঘটবে পরিবর্তন। বদল আসবে ডিএ গণনার পদ্ধতিতে।
কীভাবে ডিএ হিসেব করা হবে?
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএ-র হিসাব করা হয় অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড়ের ওপর ভিত্তি করে। এই ডিএ হিসেব করার ফর্মুলা হল – {গত ১২ মাসের (অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর) -১১৫.৭৬)/১১৫.৭৬} X ১০০।
প্রসঙ্গত, বছরে দু’বার ডিএ ও ডিআর বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। একবার জানুয়ারি মাসে। আরেকবার জুলাইতে। এবার জুলাইয়ের ডিএ বৃদ্ধির অপেক্ষাতেই দিন গুনছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবার একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিএ বৃদ্ধির ক্ষেত্রে নয়া ফর্মুলা প্রয়োগ করতে পারে সরকার। সাম্প্রতিক ডিএ বৃদ্ধির পর বর্তমানে ৪২ শতাংশ হারে ডিএ দেওয়া হচ্ছে। এই এপ্রিল মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।