Gold Price Today: সোনার স্বপ্ন সত্যি হবে এবার, ৬ হাজারে নেমে এল সোনার দর, আজকের রেট জানুন
Gold-Silver Rate: সামনেই একাধিক বিয়ের তারিখ রয়েছে। নিজের বিয়ে হোক বা অনুষ্ঠানে নিমন্ত্রণ, সোনার গহনা তো চাই-ই চাই। কিন্তু এই অগ্নিমূল্য বাজারে কি সোনা কেনা সম্ভব? ব্যবসায়ীরা বলছেন, হ্যাঁ।
কলকাতা: উৎসবের মরশুম শেষ, এবার বিয়ের মরশুম শুরু। সামনেই একাধিক বিয়ের তারিখ রয়েছে। নিজের বিয়ে হোক বা অনুষ্ঠানে নিমন্ত্রণ, সোনার গহনা তো চাই-ই চাই। কিন্তু এই অগ্নিমূল্য বাজারে কি সোনা কেনা সম্ভব? ব্যবসায়ীরা বলছেন, হ্যাঁ। তার কারণ এখন লাইট-ওয়েট বা হালকা ওজনের গহনারই চল। তাছাড়া এখন শুধু ২২ ক্যারেটেরি নয়, তার কমেও সোনার গহনা তৈরি হয়। ১৮ ক্যারেট ও ১৪ ক্যারেটেরও হাল ফ্যাশনের গহনা পাওয়া যায়, যার দাম সাধ্যের মধ্যেই।
২২ ক্যারেটের সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৩৫৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ৫৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৩৫ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ২৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮০ হাজার ২৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ২ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ১৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬০ হাজার ১৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ১ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা সোনার দাম কমেছে।
রুপোর দাম-
সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯৫৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯৫ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।