কলকাতা: মঙ্গলে কিছুটা সদয় হলেন লক্ষ্মীদেবী। ধনতেরাসের আগে সপ্তাহের প্রথম দিনে দাম খানিকটা দাম বেড়েছিল সোনার। তবে মঙ্গলবার বাজার খুলতেই ফের দাম কমল সোনার। ফলে মুখে হাসি ক্রেতাদের। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৪০ টাকা। আর একই হারে দাম কমেছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। তবে এদিন উল্টোপথে রুপোর দর। সোনার দাম কমলেও মঙ্গলবার দাম বেড়েছে রুপোর। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ১ হাজার ৩০০ টাকা।
মঙ্গলবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৪২ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,১৩৬ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৪২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৪,২০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৬৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৫১২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৬৪০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৬,৪০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,৬০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গতকাল খানিকটা দাম বেড়েছিল সোনার। তবে মঙ্গলবার আবারও সস্তা হল সোনা। তবে এদিন অনেকটা দামি হল রুপো।সোমবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৪৯.৬৭ মার্কিন ডলার। এদিন তা আরও খানিকটা বেড়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৬৫৮.৫৪ মার্কিন ডলার। তবে এদিন দেশীয় বাজারে সোনার দামে এর কোনও প্রভাব পড়েনি। বরং উল্টোটাই, দেশীয় বাজারে দাম কমেছে সোনার।
সোনার শেয়ার বাজারের দাম :
মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৬৫৭.৮০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৫.০৫ টাকা। আর এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে রয়েছে ১০১.৯৫ টাকা।