Gold Price Today: পরপর দু’দিন দাম কমল সোনার, মঙ্গলে কততে বিকোচ্ছে হলুদ ধাতু?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 08, 2022 | 1:16 PM

Gold Price Today: পরপর দু'দিন দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা।

Gold Price Today: পরপর দুদিন দাম কমল সোনার, মঙ্গলে কততে বিকোচ্ছে হলুদ ধাতু?
আজ সকাল ১১ টা অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৫,০১৫ টাকা। ৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৪০,১২০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৫০,১৫০ টাকা। ১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫,০১,৫০০ টাকা।

Follow Us

কলকাতা: গতকালের পর মঙ্গলবার ফের দাম কমল সোনার (Gold Price Today)। পরপর দু’দিন দাম কমায় মুখে হাসি ক্রেতাদের। আর বিয়ের মরশুমে এই দাম কমায় আরও বেশি খুশি ক্রেতারা। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১১০ টাকা। সোনার দাম কমলেও এদিন দাম বেড়েছে রুপোর (Silver Price Today)। ১ কেজি রুপোর দাম বেড়েছে ৪৫০ টাকা।

মঙ্গলবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৪৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৮০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৮,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১০৫ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৮৪০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,০৫০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১০,৫০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬০,৪৫০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

এই নিয়ে পরপর দু’দিন দাম কমেছে সোনার। গত দু’দিনে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ২০০ টাকা। তবে সোনার দাম কমলেও দাম বেড়েছে রুপোর।

সোমবার বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৬৮.৬১ মার্কিন ডলার। তবে বিশ্ববাজারে মঙ্গলবার খানিকটা দাম বেড়েছে সোনার। এদিন আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৬৬৯.৯১ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৭৪১.৯৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৫.২৫ টাকা। মঙ্গলবার দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৯৭ টাকা।

Next Article