কলকাতা : বৈশাখ মাস বিয়ের মাস। আর বিয়ের মাসে সোনা-রুপোর কেনার হিড়িক থেকেই যায়। এমনি নিজের বিয়ের মাসে খরচ একটু বেশি থেকেই যায়। তার উপর সোনার দাম (Gold Price) বাড়লে মধ্যবিত্তের মাথায় চিন্তা থেকেই যায়। অক্ষয় তৃতীয়ার আগে সোনার দামে একটু স্বস্তি মিললেও। তার ঠিক দুদিন পরেই আবার সোনার দাম বাড়তে শুরু করেছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ১০০ টাকা করে। এদিকে রুপোর দামে স্বস্তি মিলল কিছুটা। রুপোর দামে (Silver Price) কোনও পরিবর্তন হয়নি।
প্রতিবেদনটি লেখার সময় অনুযায়ী আজকের সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৫০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৫,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৮১ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৪৪৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৮১০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৮,১০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬২,৫০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গতকাল ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার শেষ দাম ছিল ৪৭,৪০০ টাকা। সোমবার তা বেড়ে হয়েছে ৪৭,৫০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫১,৭১০ টাকা। সোমবার তার দাম হল ৫১,৭১০ টাকা। গত এক সপ্তাহে এদিন সোনার দাম সর্বোচ্চ। গতকাল ১ কেজি রুপোর শেষ দাম ছিল ৬২,৫০০ টাকা। এদিন সেই দামই বহাল রয়েছে।
বিশ্ব বাজারেও গতকালের তুলনায় সামান্য কমল সোনার দাম। গতকাল ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮৮৩.৪০ মার্কিন ডলার। এদিন ১ ট্রয় আউন্স সোনার দাম হল ১,৮৭৫.৫০ মার্কিন ডলার
সোনার শেয়ার বাজারের দাম :
এদিন শেয়ার বাজারে টাইটান কোম্পানির শেয়ারের শেষ দাম আছে ২,১৮৪.৪৫ টাকা। কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম ৫৯.৪০ টাকা। পিসি জুয়েলারের শেয়ারের দাম ২১.০০ টাকা।