Gold Price Hike: আর কত? চড়চড়িয়ে বেড়েই চলেছে সোনার দর, কিনতে গিয়ে মাথায় ঘাম মধ্যবিত্তের

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 17, 2025 | 12:38 PM

Gold Price Hike: আজ শুক্রবারও বাড়ল সোনার দাম। পাশাপাশি রুপোও দামি হয়েছে। লাগাতার এই দাম বাড়ায় একদিকে যেমন ক্রেতারা চিন্তায় পড়েছেন, তেমনই বিক্রেতাদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে বিক্রিবাট্টা কমে যাওয়ার আশঙ্কায়।

Gold Price Hike: আর কত? চড়চড়িয়ে বেড়েই চলেছে সোনার দর, কিনতে গিয়ে মাথায় ঘাম মধ্যবিত্তের
প্রতীকী চিত্র।
Image Credit source: Meta AI

Follow Us

কলকাতা: সপ্তাহন্তেও শান্তি নেই। লাগাতার বেড়েই চলেছে সোনার দাম। আজ শুক্রবারও বাড়ল সোনার দাম। পাশাপাশি রুপোও দামি হয়েছে। লাগাতার এই দাম বাড়ায় একদিকে যেমন ক্রেতারা চিন্তায় পড়েছেন, তেমনই বিক্রেতাদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে বিক্রিবাট্টা কমে যাওয়ার আশঙ্কায়। আজ সোনা-রুপোর দাম কত আছে, জানেন?

২২ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৩৯১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৩ হাজার ৯১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৩৯ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৬৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮০ হাজার ৬৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ লক্ষ ৬ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৪৮ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৬০ হাজার ৪৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দর রয়েছে ৬ লক্ষ ৪ হাজার ৮০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

সোনার দামের পাশাপাশি রুপোর দামও আজ বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৫৬০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৯৫ হাজার ৬০০ টাকা। রুপোর দামও ১০০ টাকা বেড়েছে।

Next Article