কলকাতা: সামনেই বিয়ের মরশুম। এই সময় সোনার দোকানে ভিড় জমাবেন ক্রেতারা। এই আবহে দাম বাড়ল সোনার। পুজোর আগে ও পরে দাম কমছিল সোনার। তবে বৃহস্পতিবারেই ফের চড়ল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১১০ টাকা। সোনার দাম বাড়লেও দাম কমল রুপোর। এদিন ১ কেজি রুপোর দাম কমল ১ হাজার ২০০ টাকা।
বৃহস্পতিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৭৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৪০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৭৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৭,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৮০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১০,০০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৭,৩০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গতকাল দশদিনে সর্বনিম্ন ছিল সোনার দাম। পরপর তিনদিন সোনার দাম পড়ার পর বৃহস্পতিবার বাড়ল সোনার দাম। তবে বিপরীত আচরণ দেখা গেল রুপোর দামে। এদিন দাম কমেছে রুপোর দামের।
গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৬৭.২০ মার্কিন ডলার। এদিন আন্তর্জাতিক বাজারেও দাম বেড়েছে সোনার। বৃহস্পতিবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৬৬৯.৭৫ মার্কিন ডলার। বিশ্ব বাজারে সোনার দাম বাড়ার ফলেই দেশীয় বাজারে দাম বেড়েছে সোনার।
সোনার শেয়ার বাজারের দাম :
বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২,৬০৬.৩৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০১.১৫ টাকা। আর দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে রয়েছে ৯৬.১০ টাকা।