Gold Price Today: ফের ঊর্ধ্বমুখী সোনার দাম, ধনতেরাসের আগে কততে ঠেকল হলুদ ধাতুর দর?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 19, 2022 | 3:29 PM

Gold Price Today: বুধবার ফের বাড়ল সোনার দাম। তবে এদিন অনেকটা কমেছে রুপোর দর।

Gold Price Today: ফের ঊর্ধ্বমুখী সোনার দাম, ধনতেরাসের আগে কততে ঠেকল হলুদ ধাতুর দর?
ছবি সৌজন্যে : Pixabay

Follow Us

কলকাতা: মঙ্গলবার খানিকটা কমেছিল সোনার দাম। তবে বুধবার বাজার খুলতেই ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৩০ টাকা। এদিন ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৪০ টাকা। সোনার দাম বাড়লেও এদিন দাম কমেছে রুপোর। ১ কেজি রুপোর দাম কমেছে ২০০ টাকা।

বুধবার বেল ২ টো অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৫৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,২৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৫৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৫,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৭৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৬২৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৭৮০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৭,৮০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,৬০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গতকাল সোনার দাম কমলেও এদিন বাড়ল সোনার দাম। ধনতেরাসের আগে এই দাম বাড়ার ফলে স্বাভাবিকভাবেই মুখভার ক্রেতাদের।

বুধবার আন্তর্জাতিক বাজারে দাম কমেছে সোনার। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৫৮.৫৪ মার্কিন ডলার। এদিন তা কমে হয়েছে ১,৬৪৩.৫৫ মার্কিন ডলার। বিশ্ববাজারে সোনার দাম কমলেও দেশীয় বাজারে সোনার দামে এর কোনও প্রভাব পড়েনি।

সোনার শেয়ার বাজারের দাম :

বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৬৪৪.৫৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১০৫.৫০ টাকা। আর এদিন দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৯৭ টাকা।

Next Article