Gold Price Today: ধনতেরাসের আগে সোনার দামে ঝলসে যাবে ক্রেতাদের চোখ? আজ কততে বিকোচ্ছে হলুদ ধাতু

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 22, 2022 | 11:40 AM

Gold Price Today: শনিবার অনেকটা হারে দাম বাড়ল সোনার। তবে এদিন ১ কেজি রুপোর দাম কমেছে অনেকটা।

Gold Price Today: ধনতেরাসের আগে সোনার দামে ঝলসে যাবে ক্রেতাদের চোখ? আজ কততে বিকোচ্ছে হলুদ ধাতু
ফাইল ছবি

Follow Us

কলকাতা: আগামিকাল ধনতেরাস। সেই উপলক্ষে অনেকেই বাড়িতে সোনা-রুপো নিয়ে আসেন। তবে ধনতেরাসের আগেই দাম বাড়ল সোনার। তবে দাম কমেছে রুপোর। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৭৫০ টাকা। আর এদিন ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৮৩০ টাকা। তবে সোনার দাম বাড়লেও এদিন এক লাফে অনেকটা দাম কমেছে রুপোর। ১ কেজি রুপোর দাম কমেছে ৩ হাজার ৮০০ টাকা।

শনিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৬০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,০০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭০,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১২৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,০২৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,২৮০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১২,৮০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৭,৭০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

ধনতেরাসের আগে অনেকটা হারে দাম বাড়ল সোনার। গত ১০ দিনে সর্বোচ্চ হল সোনার দর। আর এদিন অনেকটা হারে দাম কমেছে রুপোর। গত দু’দিনে সর্বনিম্ন রয়েছে রুপোর দর। শনিবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৫৭.৬৬ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৬৬৬.১০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৯৯.৯৫ টাকা। আর এদিন দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৯৭.৭০ টাকা।

Next Article