Gold Price Today: ধনতেরাসের আগে দাম বাড়ল সোনার, মুখ ভারী ক্রেতাদের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 17, 2022 | 1:18 PM

Gold Price Today: এদিন কলকাতায় দাম বেড়েছে সোনার। তবে রুপোর দামে কোনও পরিবর্তন দেখা যায়নি।

Gold Price Today: ধনতেরাসের আগে দাম বাড়ল সোনার, মুখ ভারী ক্রেতাদের
অপরিবর্তিত রয়েছে সোনার দাম

Follow Us

কলকাতা: মলিন ক্রেতাদের মুখের হাসি। লক্ষ্মীপুজোর পর সোনার দামে অনেকটা পতন দেখা গেলেও ফের ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দর। আর ধনতেরাসের আগে সোনার দরে এই ফারাকের কারণে মুখভার ক্রেতাদের। সপ্তাহের প্রথম দিনেই বাড়ল সোনার দাম (Gold Price Today)। তবে দাম বাড়লেও তা খুব সামান্যই। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০ টাকা। আর একই হারে দাম বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনারও। সোনার দাম বাড়লেও রুপোর দামে কোনও পরিবর্তন দেখা যায়নি সোমবার।

সোমবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৪৬ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,১৬৮ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৪৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৪,৬০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৬৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৫৪৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৬৮০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৬,৮০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৫,৩০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

সোমবার খানিকটা দাম বাড়ল সোনার গয়নার। তবে রেকর্ড দরের থেকে অনেকটাই কম রয়েছে সোনার দাম। সোনার দাম বাড়লেও এদিন রুপোর দামে কোনও পরিবর্তন দেখা যায়নি।

সোমবার বিশ্ব বাজারে সামান্য দাম বেড়েছে হলুদ ধাতুর দাম। তার প্রভাবেই দেশীয় বাজারে সামান্য দাম বেড়েছে সোনার। এদিন বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৪৯.৬৭ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৬১৯.৭০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১০২.২৫ টাকা। আর এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে রয়েছে ৯৭.৪৫ টাকা।

Next Article