Gold Price Today: বিয়ের মরশুমে ফের বাড়ল সোনার দাম! হতাশ ক্রেতারা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 23, 2023 | 2:31 PM

Gold Price Today: সোমবার বাজার খুলতেই বেড়েছে সোনার দাম। তবে এ দিন রুপোর দামে কোনও পরিবর্তন দেখা যায়নি।

Gold Price Today: বিয়ের মরশুমে ফের বাড়ল সোনার দাম! হতাশ ক্রেতারা
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: বিয়ের মরশুমে ফের দাম বাড়ল সোনার। সপ্তাহের প্রথম দিনে বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সোনার দর (Gold Price Today)। সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৫০ টাকা। এ দিন সোনার দাম বাড়লেও রুপোর দামে (Silver Price Today) কোনও পরিবর্তন দেখা যায়নি।

সোমবার দুপুর ২ টো অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২৩৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৮৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,৩৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২৩,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭১১ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৬৮৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,১১০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭১,১০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭২,৩০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বিয়ের মরশুমে এইভাবে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে ক্রেতাদের। সোনার দাম বাড়লেও এ দিন রুপোর দাম বাড়েনি। গত কয়েক বছরে এ দিন সর্বোচ্চ রয়েছে সোনার দর। বিশ্ব বাজারে আজ স্পট গোল্ডের (Spot Gold) দাম রয়েছে ১,৯২৪.৩৫ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৩৫৬.৬৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১১৯ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৬৫.১০ টাকা।

Next Article