কলকাতা: তাপপ্রবাহ চলছে বাংলায়। শনি ও রবিবারে তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি ছুঁতে পারে। তবে শুধু তাপমাত্রার পারদই নয়, সঙ্গে সঙ্গে চড়ছে সোনার দামও। আজ, শনিবারও সোনার দাম বাড়ল। সঙ্গে বেড়েছে রুপোর দামও। বিয়ের মরশুম চলছে। তাই সোনার গহনা কিনতেই হবে। তবে সোনা কিনতে আজ কত খরচ পড়বে, জেনে নিন-
আজ, ২৭ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৬৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬ হাজার ৬৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৬ লক্ষ ৬৬ হাজার ৬০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম বেড়েছে।
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২৭২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ৭২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ পড়বে ৭ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪৫৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ৫৪০ টাকা রয়েছে। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৫ লক্ষ ৪৫ হাজার ৪০০ টাকা। ১৮ ক্যারেটের সোনার দামও ১০০ টাকা বেড়েছে।
সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৪৬০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম বেড়েছে। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৪ হাজার ৬০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম বেড়েছে।