Gold Price Today: শীতেও পারদের মতো চড়ছে সোনার দাম, আজ গয়না কিনতে কত খরচ হবে?

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 28, 2023 | 8:20 AM

Gold-Silver Price in Kolkata: বুধবারও কলকাতায় সোনার দাম বেড়েছিল ২২০০ টাকা। আজ, বৃহস্পতিবারে ফের ১০০০ টাকা বাড়ল সোনার দাম। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে রুপোর দাম। সোনার দাম যেখানে ঊর্ধ্বমুখী, সেখানেই আজ কমেছে রুপোর দাম।

Gold Price Today: শীতেও পারদের মতো চড়ছে সোনার দাম, আজ গয়না কিনতে কত খরচ হবে?
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: বছর শেষে ক্রমশ চড়ছে সোনার দাম। লাগাতার ঊর্ধ্বমুখী সোনার দাম (Gold Price Hike)। বুধবারও কলকাতায় সোনার দাম বেড়েছিল ২২০০ টাকা। আজ, বৃহস্পতিবারে ফের ১০০০ টাকা বাড়ল সোনার দাম। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে রুপোর দাম। সোনার দাম যেখানে ঊর্ধ্বমুখী, সেখানেই আজ কমেছে রুপোর দাম (Silver Price)। বছরশেষে যদি আপনার সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে দোকানে যাওয়ার আগে সোনা-রুপোর দর জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ৫০০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৮ হাজার ৪০০ টাকা। অর্থাৎ একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৮৫ হাজার টাকা। গতকাল ১০০ গ্রাম সোনার দাম ছিল ৫ লক্ষ ৮৪ হাজার টাকা। একদিনে ১০০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৩ হাজার ৮২০ টাকা। গতকালের তুলনায় ১১০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩৮ হাজার ২০০ টাকা। গতকালের তুলনায় ১১০০ টাকা সোনার দাম বেড়েছে।

১৮ ক্যারেট সোনার দাম-

আজ, ২৮ ডিসেম্বর ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৭ হাজার ৮৬০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৭ হাজার ৭৮০ টাকা। একদিনে দাম বেড়েছে ৮০ টাকা।

১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ৬০০ টাকা। গতকালের তুলনায় আজ ৮০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

সোনার দাম বাড়লেও, আজ কিছুটা কমেছে রুপোর দাম। ১ কেজি রুপোর দাম আজ রয়েঠে ৭৯ হাজার ২০০ টাকা, যা গতকালের তুলনায় ৩০০ টাকা কম।

Next Article