Gold Price Today: তাপমাত্রার পারদের মতোই চড়ছে সোনার দামও, আজ গহনা কিনতে কত খরচ হবে জানেন?

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 03, 2024 | 8:40 AM

Gold-Silver Rate: আজ, শনিবার একধাক্কায় বেশ অনেকটাই বাড়ল সোনার দাম। একইসঙ্গে বেড়েছে রুপোর দামও। প্রেমের মাসের শুরুতেই সোনা-রুপোর দাম বাড়ায়, অনেকেরই পকেটে একটু চাপ পড়বে।

Gold Price Today: তাপমাত্রার পারদের মতোই চড়ছে সোনার দামও, আজ গহনা কিনতে কত খরচ হবে জানেন?
ফাইল চিত্র
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: সপ্তাহ শেষে চড়ছে উত্তাপ। হু হু করে বাড়ছে সোনার দাম। আজ, শনিবার একধাক্কায় বেশ অনেকটাই বাড়ল সোনার দাম (Gold Price)। একইসঙ্গে বেড়েছে রুপোর দামও (Silver Price)। প্রেমের মাসের শুরুতেই সোনা-রুপোর দাম বাড়ায়, অনেকেরই পকেটে একটু চাপ পড়বে। আপনার যদি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে এক নজরে দেখে নিন আজকের দর-

২২ ক্যারেট সোনার দাম-

আজ, ৩ ফেব্রুয়ারি ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৮ হাজার ৩০০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৮ হাজার ১৫০ টাকা। অর্থাৎ একদিনেই দাম বেড়েছে ১৫০ টাকা।

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮৩ হাজার টাকা। গতকালের তুলনায় আজ দাম বেড়েছে ১৫০০ টাকা।

২৪ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের মতো আজ ২৪ ক্যারেটের সোনার দামও বেড়েছে। আজ ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৩ হাজার ৬০০ টাকা। একদিনে দাম বেড়েছে ১৬০ টাকা।

২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩৬ হাজার টাকা। গতকালের তুলনায় ১৬০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও আজ সামান্য বেড়েছে। ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৭ হাজার ৭০০ টাকা।

১৮ ক্য়ারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৪ লক্ষ ৭৭ হাজার টাকা। একদিনে দাম বেড়েছে ১২০০ টাকা।

রুপোর দাম-

সোনার সঙ্গে পাল্লা দিতে বেড়েছে রুপোর দামও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭৬৫০ টাকা। গতকালের তুলনায় ২০ টাকা দাম বেড়েছে। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৭৬ হাজার ৫০০ টাকা।

Next Article