Bharat Rice: মাত্র ২৯ টাকাতেই মিলবে সুস্বাদু ‘ভারত চাল’, কোথায় পাবেন জানুন

Sukla Bhattacharjee |

Feb 03, 2024 | 8:31 AM

Rice market: বর্তমানে মুদ্রাস্ফীতির বাজারে অন্যান্য খাদ্যদ্রব্যের সঙ্গে ভাল মানের চালের দামও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে মাত্র ২৯ টাকা কেজি দরে 'ভারত রাইস' পাওয়া যাবে। যদিও এখনও পর্যন্ত সরকার শুধু মোবাইল ভ্যানের মাধ্যমে সীমিত আকারে 'ভারত চাল' বিক্রি করে আসছে। তবে আগামী সপ্তাহ থেকেই শুরু হবে নতুন স্কিম।

Bharat Rice: মাত্র ২৯ টাকাতেই মিলবে সুস্বাদু ভারত চাল, কোথায় পাবেন জানুন
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

নয়া দিল্লি: ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’। সন্তানের মুখে দু-মুঠো অন্ন তুলে দেওয়ার নিশ্চিত সংস্থান করে দেওয়াই প্রতিটি বাবা-মায়ের স্বপ্ন। কোভিড মহামারির সময় থেকে চরম অর্থনৈতিক সংকটের সাক্ষ্য হয়েছে বহু মানুষ। দেশবাসীর অন্ন নিশ্চিত করতে সেই সময় থেকেই বিনামূল্যে রেশন দেওয়া শুরু করে নরেন্দ্র মোদীর সরকার। এবার দেশের মানুষের মুখে সস্তায় ভাল চালের ভাত তুলে দিতে সরকার বাজারে এনেছে ‘ভারত রাইস’ (Bharat Rice)। এবার এই চাল যাতে সকলে কিনতে পারে, তার জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (Modi Govt)।

বর্তমানে মুদ্রাস্ফীতির বাজারে অন্যান্য খাদ্যদ্রব্যের সঙ্গে ভাল মানের চালের দামও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে মাত্র ২৯ টাকা কেজি দরে ‘ভারত রাইস’ পাওয়া যাবে। সমস্ত দোকানেই এই চাল মিলবে। যদিও এখনও পর্যন্ত সরকার শুধু মোবাইল ভ্যানের মাধ্যমে সীমিত আকারে ‘ভারত চাল’ বিক্রি করে আসছে। তবে আগামী সপ্তাহ থেকেই শুরু হবে নতুন স্কিম। এর মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে সস্তায় ‘ভারত চাল’ পৌঁছে দেওয়া সম্ভব হবে। শুধু তাই নয়, যারা চাল মজুত করে কালোবাজারি করবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে সরকার।

 

‘ভারত রাইস’ ই-কমার্স ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে

কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বিভিন্ন ধরনের চাল রফতানি নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত এক বছরে চালের খুচরো ও পাইকারি দাম প্রায় ১৫ শতাংশ বেড়েছে। দাম নিয়ন্ত্রণের জন্য সরকার দুটি সমবায় কমিটি, ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED) এবং ন্যাশনাল কনজিউমার কো-অপারেটিভ ফেডারেশন অফ ইন্ডিয়া (NCCF) পাশাপাশি কেন্দ্রীয় স্টোরগুলির মাধ্যমে খুচরো বাজারে ‘ভারত চাল’ বিক্রি করতে চলেছে। প্রতি কেজি ২৯ টাকা দরে এই চাল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘ভারত রাইস’ ই-কমার্স ওয়েবসাইট থেকেও এই চাল পাওয়া যাবে।

ফ্লিপকার্ট এবং অ্যামাজনে মিলবে ‘ভারত রাইস’

ফ্লিপকার্ট এবং অ্যামাজনের মতো ই-কমার্স সাইটগুলিতেও ‘ভারত রাইস’ পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকার আগামী সপ্তাহ থেকে ৫ কেজি এবং ১০ কেজি প্যাকেটে ‘ভারত চাল’ খুচরো বাজারে ছাড়বে। প্রথম দফায় ৫ লক্ষ টন চাল খুচরো বাজারে ছাড়বে সরকার।

ইতিমধ্যেই বিক্রি হচ্ছে ‘ভারত আটা’ এবং ‘ভারত দল’

মদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকার বাজারে আগের চেয়ে কম দামে ‘ভারত আটা’ ও ‘ভারত ডাল’ বিক্রি শুরু করছে। প্রতি কেজি ২৭.৫০ টাকা দরে ‘ভারত আটা’ এবং প্রতি কেজি ৬০ টাকায় ‘ভারত ডাল’ বিক্রি করছে সরকার।

অন্যদিকে, শীঘ্রই চাল রফতানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকারের নেই। দাম না কমানো পর্যন্ত বিধি-নিষেধ আরোপ থাকবে বলে সঞ্জীব চোপড়া জানিয়েছেন।

Next Article