Gold Price Hike: একদিনেই ৮০০০ টাকা বাড়ল দাম! সোনার কথা ভেবেই মাথায় হাত মধ্যবিত্তের
Gold-Silver Rate in Kolkata: এক লাফে ৮ হাজার টাকা বাড়ল সোনার দাম। চড়চড়িয়ে বেড়েছে রুপোর দামও। সামনেই যাদের বিয়ে, বা অন্য কোনও অনুষ্ঠানের জন্য গহনা কেনার পরিকল্পনা করছিলেন, স্বাভাবিকভাবেই তাদের মাথায় হাত পড়ছে এই দাম শুনে।
কলকাতা: বছরের শুরুতেই বিরাট ধাক্কা। এক লাফে ৮ হাজার টাকা বাড়ল সোনার দাম। চড়চড়িয়ে বেড়েছে রুপোর দামও। সামনেই যাদের বিয়ে, বা অন্য কোনও অনুষ্ঠানের জন্য গহনা কেনার পরিকল্পনা করছিলেন, স্বাভাবিকভাবেই তাদের মাথায় হাত পড়ছে এই দাম শুনে। সোনা-রুপো কিনতেই হলে, আজকের দর কত রয়েছে, তা আগে জেনে নিন-
২২ ক্যারেটের সোনার দাম-
আজ, ৩ জানুয়ারি ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩৬০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ৬০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৩৬ হাজার টাকা। একদিনেই ৮০০০ টাকা বেড়েছে সোনার দাম।
২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৯২০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭৯ হাজার ২০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৯২ হাজার টাকা। একদিনে ৮৭০০ টাকা দাম বেড়েছে সোনার।
১৮ ক্যারেটের সোনার দাম-
আজ ১৮ ক্যারেটের সোনার দামও বেড়েছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৯৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৯ হাজার ৪০০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৫ লক্ষ ৯৪ হাজার টাকা। একদিনে ৬৫০০ টাকা সোনার দাম বেড়েছে।
রুপোর দাম-
সোনার পাশাপাশি আজ দামি হয়েছে রুপোও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছো ৯২৫০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ৯২ হাজার ৫০০ টাকা। একদিনে ২০০০ টাকা দাম বেড়েছে।