Gold Price Hike: একদিনেই ৮০০০ টাকা বাড়ল দাম! সোনার কথা ভেবেই মাথায় হাত মধ্যবিত্তের

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 03, 2025 | 10:20 AM

Gold-Silver Rate in Kolkata: এক লাফে ৮ হাজার টাকা বাড়ল সোনার দাম। চড়চড়িয়ে বেড়েছে রুপোর দামও। সামনেই যাদের বিয়ে, বা অন্য কোনও অনুষ্ঠানের জন্য গহনা কেনার পরিকল্পনা করছিলেন, স্বাভাবিকভাবেই তাদের মাথায় হাত পড়ছে এই দাম শুনে।

Gold Price Hike: একদিনেই ৮০০০ টাকা বাড়ল দাম! সোনার কথা ভেবেই মাথায় হাত মধ্যবিত্তের
প্রতীকী চিত্র।
Image Credit source: Meta AI

Follow Us

কলকাতা: বছরের শুরুতেই বিরাট ধাক্কা। এক লাফে ৮ হাজার টাকা বাড়ল সোনার দাম। চড়চড়িয়ে বেড়েছে রুপোর দামও। সামনেই যাদের বিয়ে, বা অন্য কোনও অনুষ্ঠানের জন্য গহনা কেনার পরিকল্পনা করছিলেন, স্বাভাবিকভাবেই তাদের মাথায় হাত পড়ছে এই দাম শুনে। সোনা-রুপো কিনতেই হলে, আজকের দর কত রয়েছে, তা আগে জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

আজ, ৩ জানুয়ারি ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩৬০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ৬০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৩৬ হাজার টাকা। একদিনেই ৮০০০ টাকা বেড়েছে সোনার দাম।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৯২০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭৯ হাজার ২০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৯২ হাজার টাকা।  একদিনে ৮৭০০ টাকা দাম বেড়েছে সোনার।

১৮ ক্যারেটের সোনার দাম-

আজ ১৮ ক্যারেটের সোনার দামও বেড়েছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৯৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৯ হাজার ৪০০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৫ লক্ষ ৯৪ হাজার টাকা। একদিনে ৬৫০০ টাকা সোনার দাম বেড়েছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি আজ দামি হয়েছে রুপোও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছো ৯২৫০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ৯২ হাজার ৫০০ টাকা। একদিনে ২০০০ টাকা দাম বেড়েছে।

Next Article