Gold Price: ফের ঊর্ধ্বমুখী সোনার দর, আজ কত দাম জানুন

Sukla Bhattacharjee |

Feb 20, 2024 | 8:16 AM

Gold-silver price: ভ্যালেন্টাইন্স সপ্তাহ পেরোতেই চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে সোনার দাম। সোমবারের পর মঙ্গলবারও ঊর্ধ্বমুখী হলুদ ধাতু। যদিও সোমবারের তুলনায় এদিন দাম বৃদ্ধির হার খুবই কম। তবু বিয়ের মরশুমে কপালে চিন্তার ভাঁজ ফেলছে। তবে সোনার দাম ঊর্ধ্বগামী হলেও কিছুটা কমেছে রুপোর দাম।

Gold Price: ফের ঊর্ধ্বমুখী সোনার দর, আজ কত দাম জানুন
ফাইল চিত্র
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ভ্যালেন্টাইন্স ডে-তে অনেকেই প্রিয়জনকে সোনার গয়না উপহার দেন। সেই সময় সোনার দামও ছিল নিম্নমুখী। কিন্তু, ভ্যালেন্টাইন্স সপ্তাহ পেরোতেই চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে সোনার দাম। সোমবারের পর মঙ্গলবারও ঊর্ধ্বমুখী হলুদ ধাতু। যদিও সোমবারের তুলনায় এদিন দাম বৃদ্ধির হার খুবই কম। তবু বিয়ের মরশুমে কপালে চিন্তার ভাঁজ ফেলছে। তবে সোনার দাম ঊর্ধ্বগামী হলেও কিছুটা কমেছে রুপোর দাম।

 

 

২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার কলকাতায় সোনা, রুপোর দাম একনজরে

আজ, মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৬২ হাজার ৬৮০ টাকা। সোমবার এই সোনার দাম ছিল ৬২ হাজার ৬৭০ টাকা। অর্থাৎ ১০ টাকা বেড়েছে।

২৪ ক্যারেটের মতো ২২ ক্যারেটের সোনার দামও এদিন ১০ গ্রামে ১০ টাকা বেড়েছে। অর্থাৎ এদিন শহরে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫৭ হাজার ৪৬০ টাকা। সোমবার দাম ছিল, ৫৭ হাজার, ৪৫০ টাকা।

২২ ও ২৪ ক্যারেটের মতো ১৮ ক্যারেটের সোনার দামও ১০ গ্রামে ১০ টাকা বেড়েছে। ফলে এদিন কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৭ হাজার ১০ টাকা।

অন্যদিকে, এদিন শহরে ১০০ গ্রাম রুপোয় ১০ টাকা দাম কমেছে। ফলে এদিন ১০০ গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯০ টাকা। সোমবার দাম পৌঁছে গিয়েছিল ৭ হাজার ৬ টাকায়।

Next Article