Gold FTF: ৫২ হাজার ছাড়াতে পারে সোনার দাম, জানুন এর পেছনের কারণ

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Feb 18, 2022 | 2:36 PM

Gold FTF: কেডিয়া কমোডিচির ডিরেক্টর অজয় কেডিয়ার বক্তব্য, রাশিয়া ইউক্রেনের মধ্যে চলা জিয়োপলিটিক্যাল টেনশনের কারণে সুরক্ষিত বিনিয়োগ নিয়ে সোনার চাহিদা দেখা যাচ্ছে।

Gold FTF: ৫২ হাজার ছাড়াতে পারে সোনার দাম, জানুন এর পেছনের কারণ
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ২০২২ এ সোনা রিটার্নের দিকথেকে বিনিয়োগকারীদের জন্য লাভজনক প্রমাণিত হতে পারে। বিশেষজ্ঞরা অনুমান করছেন যে মহামারীর ভয়, মূল্যবৃদ্ধির চিন্তা,রাশিয়া ইউক্রেনের মধ্যে চলা উত্তেজনা আর মার্কিন ডলারের দাম বাড়ায় ২০২২ এ প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫২,০০০ টাকা ছাড়াতে পারে। ২০২১ এর দ্বিতীয় ষন্মাষিকে সোনালি ধাতুর দাম অনেকটাই কমেছিল। এ ছাড়াও মহামারীর পর বিশ্বের বেশকিছু দেশে মূল্যবৃদ্ধি দেখা গেছে। আগামীদিনে গ্লোবাল আর ঘরোয়া দুই বাজারেই সোনার দাম বাড়তে পারে। এমসিএক্সে সোনার দাম আগামি দুই মাসে ৫২,৪০০ টাকার স্তর ছুঁতে পারে।

ফের বাড়তে শুরু করেছে সোনার দাম

ভারতীয় গয়নার বাজারে আজ অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি সোনার দাম অনেকটাই কমতে দেখা গিয়েছে। তবে তা সত্ত্বেও সোনার দাম ৫০ হাজারের উপরেই রয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এপ্রিল মাসেল সোনার দাম প্রতি ১০ গ্রাম ৫০,২১০ টাকার স্তরে রয়েছে।

কী বলছেন বিশেষজ্ঞরা

কেডিয়া কমোডিচির ডিরেক্টর অজয় কেডিয়ার বক্তব্য, রাশিয়া ইউক্রেনের মধ্যে চলা জিয়োপলিটিক্যাল টেনশনের কারণে সুরক্ষিত বিনিয়োগ নিয়ে সোনার চাহিদা দেখা যাচ্ছে। অন্যদিকে, করোনা মহামারীর আফটারশকে বিশ্বের বেশকিছু অংশে মূল্যবৃদ্ধিতে গতি দেখা গিয়েছে। কমেক্সে সোনার দাম ১,৯০০ ডলার প্রতি আউন্সের স্তরে পৌঁছচ্ছে। বার্ষিক ভিত্তিতে কমেক্সে সোনার দামে ৩.৬ শতাংশ বেড়েছে।এর আগে ২০২০-তে সোনার দাম ২,১০০ ডলার প্রতি আউন্সের বেশি রেকর্ড উচ্চতা ছুঁয়েছিল।

রিয়েল বন্ড ইয়েল্ডের প্রভাব দেখা যাবে

এইচডিএফসি সিকিউরিটিজের সিনিয়র বিশ্লেষক তপন প্যাটেল বলেছেন যে রিয়ল বন্ড ইয়ল্ড বাড়ায় এখনও সোনায় কিছু গতি দেখা যাবে। তিনি বলেন, লং টার্ম ট্রেন্ডের কথা বলা হলে ২০২২ -এ এতে ১,৯৭০ ডলারে কিছু রেজিস্টেন্স ছিল। অন্যদিকে ২০২২ আমরা সোনার ৫১,৮০০ টাকা পর্যন্ত পৌঁছনোর আশা করছি।

আরও পড়ুন: Petrol Diesel Price: অপরিশোধিত তেলের দাম কমছে, জানুন দেশে পেট্রোল ডিজেলের দাম

Next Article