কলকাতা: ‘শহর জুড়ে যেম প্রেমের মরসুম…’, আজ প্রেম দিবস। ইংরেজিতে যেমন ভ্যালেন্টাইন্স ডে, তেমনই বাংলা ক্যালেন্ডার বলছে আজ সরস্বতী পুজো। শুধু বিদ্যার দেবীর আরাধনা নয়, এই দিনটি বাঙালির জন্য অলিখিত প্রেম দিবস। আর প্রেমের দিনে প্রিয় মানুষকে উপহার দেবেন না, তা কী হয়? আর সোনার থেকে ভাল উপহার কী হতে পারে মেয়েদের জন্য? প্রেমের সপ্তাহ জুড়েই নিম্নমুখী ছিল সোনার দাম। আজ, ১৪ ফেব্রুয়ারিও কমল সোনার দাম। একইসঙ্গে কমেছে রুপোর দামও। যদি মনের মানুষকে সোনা বা রুপোর গহনা দিয়ে মনের কথা জাহির করতে চান, তবে আজকের সোনা-রুপের দর জেনে নিন-
২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৭ হাজার ৫৯০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭৫ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ টাকা দাম কমেছে সোনার।
২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬২ হাজার ৮৩০ টাকা।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ২৮ হাজার ৩০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১০ গ্রাম সোনার দাম ৪৭ হাজার ১২০ টাকা।
১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৭১ হাজার ২০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।
সোনার মতোই রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭৫৪০ টাকা। ১ কেজি রুপোর দাম ৭৫ হাজার ৪০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।