Gold Price Today: মঙ্গলে কিছুটা স্বস্তি ক্রেতাদের জন্য, আজ হলুদ ধাতুর দর কত?

Gold Price Today: মঙ্গলবার অপরিবর্তিত রয়েছে সোনার দাম। তবে দাম কমেছে রুপোর।

Gold Price Today: মঙ্গলে কিছুটা স্বস্তি ক্রেতাদের জন্য, আজ হলুদ ধাতুর দর কত?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 17, 2023 | 11:53 AM

কলকাতা: জানুয়ারির প্রথম থেকেই চড়চড়িয়ে বেড়ে চলেছে সোনার দাম (Gold Price Today)। ফলে মাথায় হাত পড়েছে ক্রেতাদের। প্রায় ৫৭ হাজারের গণ্ডি প্রায় ছুঁয়ে ফেলেছে হলুদ ধাতুর দর। গতকালও দাম বেড়েছিল সোনার। তবে মঙ্গলবার স্বস্তি ক্রেতাদের। আজ সোনার দামে কোনও হেরফের দেখা যায়নি। এ দিন বাজার খুলতেই কমেছে রুপোর দাম।

মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৭৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,২০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২২,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬৯৫ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৫৬০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,৯৫০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬৯,৫০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭২,৫০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

পরপর পাঁচদিন দাম বাড়ার পর আজ অপরিবর্তিত রয়েছে সোনার দাম । এদিকে একাধিক রিপোর্ট অনুযায়ী, এই বছরে ৬২ হাজারের গণ্ডি পেরোতে পারে সোনার দাম। তার আগে এ দিন বাজারে সোনার দাম অপরিবর্তিত থাকায় মুখে হাসি ক্রেতাদের। এ দিন কমেছে রুপোর দর।

বিশ্ব বাজারে সামান্য কমেছে স্পট গোল্ডের (Spot Gold) দাম। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৯২৩.৮৬ মার্কিন ডলার। আজ তা কমে হয়েছে ১,৯১০.৯৯ মার্কিন ডলার। ফলে দেশীয় বাজারেও সামান্য কমেছে হলুদ ধাতুর দর।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৪০৫.২৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১২১.৮৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৭৫.৭০ টাকা।