Gold Silver Price Today: শীর্ষস্তর থেকে ১০,২০০ টাকা দাম কমল সোনার, কতটা সুরক্ষিত বিনিয়োগ!

মঙ্গলবার কলকাতায় সোনার প্রায় সামান্য কমেছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১৫ টাকা কমে হয়েছে ৪,৫৬০ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১২০ টাকা কমে ৩৬,৭২০ টাকায় বিক্রি হচ্ছে।

Gold Silver Price Today: শীর্ষস্তর থেকে ১০,২০০ টাকা দাম কমল সোনার, কতটা সুরক্ষিত বিনিয়োগ!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2021 | 7:51 PM

কলকাতা: বর্তমানে সোনা-রুপোর দাম কমার ধারাবাহিকতা বজায় রয়েছে। ফলে যারা এই সময় সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এখনই ভাল সুযোগ রয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে আজ ডিসেম্বর মাসের সোনার দাম ০.১৫ শতাংশ কমেছে। অন্যদিকে রুপোর দামও ০.২২ শতাংশ কমেছে।

কলকাতার সোনা-রুপোর দর

মঙ্গলবার কলকাতায় সোনার প্রায় সামান্য কমেছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১৫ টাকা কমে হয়েছে ৪,৫৬০ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১২০ টাকা কমে ৩৬,৭২০ টাকায় বিক্রি হচ্ছে।অন্যদিকে ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম ১৫০ টাকা এবং ১৫০০ কমে হয়েছে যথাক্রমে ৪৫,৬০০ টাকা এবং ৪,৫৬,০০০ টাকা। এছাড়া এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪,৮৩০ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৩৮,৬৪০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৮,৩০০ টাকা এব ৪,৮৩,০০ টাকা।

শেয়ার বাজারে সোনা-রুপোর দর

মঙ্গলবার শেয়ার বাজারেও সোনা-রুপোর দাম কমতে দেখা গিয়েছে। কমোডিটির (MCX) বাজারে অক্টোবর মাসের সোনার দাম -০.৬৩ শতাংশ অর্থাৎ ২৮৮ টাকা কমে দাঁড়িয়েছে ৪৫,৭৮১.০০ টাকা। অন্যদিকে ডিসেম্বর মাসের রুপোর দাম এদিন -১.৫৫ শতাংশ কমে হয়েছে ৫৯,৬৯২ টাকা।

জুয়েলারি শেয়ার হালহকিকত

সোনা-রুপোর দাম কমার প্রভাব জুয়েলারি মার্কেটের শেয়ারেও পড়ছে। মঙ্গলবার টাইটান কোম্পানির শেয়ারের দাম ছিল ২,১২৯.২০ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম -০.৮৫ শতাংশ কমে হয়েছে ৫৯০.৬৫ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম -০.৫৬ শতাংশ কমে হয়েছে ৭০৬.০০ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম ছিল ৬৯.০৫ টাকা। তবে গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম কমে গিয়েছে। গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম -০.৭৪ শতাংশ কমে হয়েছে ৯৩২.০০ টাকা।

বিশ্বে সোনা-রুপোর বাজার

বিশ্ববাজারে এদিন সোনার দাম কমতে দেখা গিয়েছে। পাশাপাশি রুপোর দামও এদিন পরশু দিনের তুলনায় অনেকটাই কমতে দেখা গিয়েছে। মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দাম -১.০৩ শতাংশ অর্থাৎ ১৮.১১ ডলার কমে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৭৩৩.০৫ ডলার। অন্যদিকে রুপোর দাম -১.৯৬ শতাংশ অর্থাৎ -০.৪৪ সেন্ট কমে হয়েছে প্রতি আউন্স ২২.১৯ টাকা।

সোনার মিউচাল ফান্ড

সোনা-রুপোর দাম কমার প্রভাব পড়েছে মিউচুয়াল ফান্ডেও। মঙ্গলবার এক্সিস গোল্ড ইটিএফ- এর দাম -০.২৭ শতাংশ কমে হয়েছে ৪০.০০ টাকা। বিড়লা গোল্ড ইটিএফ-এর দাম এদিন ছিল ৪,২০০ টাকা। গোল্ড বিইএএস (Gold BeES) দাম -০.১৭ শতাংশ কমে হয়েছে ৩৯.৯৫ টাকা। এছাড়াও এইচডিএফসি এবং আইসিআইসিআই গোল্ড ইটিএফ এর দাম যথাক্রমে -০.২২ শতাংশ এবং -০.১৭ শতাংশ কমে হয়েছে ৪১.০০ টাকা ও ৪০.৯২ টাকা।

২০২০-র কথা ধরা হলে গত বছরের এই সময় পর্যন্ত MCX-এ ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬,২০০ টাকা। যা সর্বোচ্চ রেকর্ড। আর চলতি মাসে সোনার দাম কমোডিটির বাজারে প্রতি ১০ গ্রাম ৪৬,০০১ টাকা। অর্থাৎ এখন সোনা প্রায় ১০,২০০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এটাই সোনা কেনার সঠিক সময়, কারণ তাদের ধারণা উৎসবের মরশুমে সোনার দাম বেড়ে আগের সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে। উৎসবের মরশুমে সোনা প্রতি ১০ গ্রাম ৬০,০০০ টাকায় পৌঁছতে পারে।