AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: ৬৪০ টাকা বাড়ল সোনা, দাম বাড়ল রুপোরও, জানুন আজকের সোনা রুপোর দর

Gold Price Today: আইবিজিএ-র ওয়েবসাইট অনুযায়ী, এই ব্যবসায়িক সপ্তাহের (৭-১১ ফেব্রুয়ারি) শুরুতে ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪৮,২৮০ টাকা, যা শুক্রবার পর্যন্ত বেড়ে হয়েছে প্রতি ১০ গ্রাম ৪৮,৯২০ টাকা।

Gold Price Today: ৬৪০ টাকা বাড়ল সোনা, দাম বাড়ল রুপোরও, জানুন আজকের সোনা রুপোর দর
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Feb 13, 2022 | 2:38 PM
Share

কলকাতা: ভারতীয় গয়নার বাজারে সোনার দাম বাড়ল। অন্যদিকে দাম বেড়েছে রুপোরও। আজ সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬৪০ টাকা বেড়েছে। অন্যদিকে রুপোর দাম বেড়েছে প্রতি কেজি ৭৯২ টাকা। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলারি অ্যাসোসিয়েশন অর্থাৎ আইবিজিএ-র ওয়েবসাইট অনুযায়ী, এই ব্যবসায়িক সপ্তাহের (৭-১১ ফেব্রুয়ারি) শুরুতে ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪৮,২৮০ টাকা, যা শুক্রবার পর্যন্ত বেড়ে হয়েছে প্রতি ১০ গ্রাম ৪৮,৯২০ টাকা। অন্যদিকে রুপোর দাম ৬১,৩৬৫ টাকা থেকে বেড়ে প্রতি কেজির দাম বেড়ে হয়েছে ৬২,১৫৭ টাকা।

কলকাতার সোনা-রুপোর দর

কলকাতায় সোনার দাম আজ সামান্য বেড়েছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১টাকা বেড়ে হয়েছে ৪,৬৮১ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮টাকা বেড়ে হয়েছে ৩৭,৪৪৮ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনা যথাক্রমে ১০ টাকা এবং ১০০ টাকা বেড়ে ৪৬,৮১০ টাকা এবং ৪,৬৮,১০০ টাকায় বিক্রি হচ্ছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এদিন ১ টাকা বেড়ে হয়েছে ৫,১০৬ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৮ টাকা বেড়ে হয়েছে ৪০,৮৪৮ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ১০ টাকা এবং ১০০ টাকা বেড়ে হয়েছে ৫১,০৬০ টাকা এবং ৫,১০,৬০০ টাকা।

শেয়ার বাজারে সোনা-রুপোর দর

খবর লেখা পর্যন্ত সোনার দাম শেয়ার বাজারে আরও বাড়তে দেখা যাচ্ছে। এদিন কমোডিটির (MCX) বাজারে এপ্রিল মাসের সোনার দাম ০.৩০ শতাংশ অর্থাৎ ১৪৭.০০ টাকা বেড়ে হয়েছে ৪৯,১০২ টাকা। অন্যদিকে মার্চ মাসের রুপোর দাম এদিন -০.৩৯ শতাংশ অর্থাৎ ২৪৬ টাকা কমে হয়েছে ৬৩,০২০ টাকা।

জুয়েলারি শেয়ার হালহকিকত

এদিন অনেকটাই দাম কমেছে জুয়েলারি মার্কেটের শেয়ারে। আজ টাইটান কোম্পানির শেয়ারের দাম -১.৯৭ শতাংশ কমে হয়েছে ২,৪৪২.১৫ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম ১.৯৮ শতাংশ বেড়ে হয়েছে ৮৮৫.১০ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম ১.২৫ শতাংশ বেড়ে হয়েছে ৪৪৬.৫০ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম -১.০০ শতাংশ কমে হয়েছে ৬৪.২৫ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম -৬.৪৭ শতাংশ কমে হয়েছে ৮২৩.৮৫ টাকা।

বিশ্বে সোনা-রুপোর বাজার

শুক্রবার বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে রুপোর দামও। এদিন বিশ্ববাজারে সোনার দাম ১.৭৬ শতাংশ অর্থাৎ ৩২.০৯ ডলার বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৮৫৮.৬৮ ডলার। অন্যদিকে রুপোর দামও ১.৭০ শতাংশ অর্থাৎ ০.৪০ সেন্ট বেড়ে হয়েছে ২৩.৫৭ ডলার প্রতি আউন্স।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা