কলকাতা: উৎসবের মরশুমে সোনা রুপোর দামে অনেকটাই ওঠা পড়া দেখতে পাওয়া যাচ্ছে। গত প্রায় একমাস ধরে চলা উৎসবে দেখা গিয়েছে বিনিয়োগকারীদের জন্য সোনা অনেকটাই লাভজনক হয়ে দেখা দিয়েছে। যারা গত এক মাসে সোনা কিনেছেন তারা অনেকটাই কম দাম সোনা কেনার সুযোগ পেয়েছেন। এখন দেশে চলছে ছট পুজো। আজ ছট পুজোর দিন সোনার দাম অনেকটাই কমতে দেখা গিয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম আজ ৬২.০০ টাকা কমেছে। বুধবার সোনা ০.১৩ শতাংশ কমে ৪৮,২২৫.০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রসঙ্গত গত তিনদিন ধরেই ক্রমাগত কমছে সোনার দাম। অন্যদিকে রুপোর দাম বেড়েছে ২৩৬ টাকা। এমসিএক্সে আজ রুপোর দাম ৬৪,৮০৬ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।
কলকাতার সোনা-রুপোর দর
এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪,৭৬৫ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৩৮,১২০ টাকা। পাশাপাশি ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম রয়েছে যথাক্রমে ৪৭,৬৫০ টাকা এবং ৪,৭৬,৫০০ টাকা। অন্যদিকে শহরে আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫,০৩৫ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪০,২৮০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম আজ যথাক্রমে ৫০,৩৫০ টাকা এবং ৫,০৩,৫০০ টাকা।
শেয়ার বাজারে সোনা-রুপোর দর
এদিন এমসিএক্সে ডিসেম্বর মাসের সোনার দাম ৪৮,২৭৮.০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ডিসেম্বর মাসের রুপোর দাম এদিন রয়েছে প্রতি কেজি ৬৪,৮৩০ টাকা।
জুয়েলারি শেয়ার হালহকিকত
সোনা-রুপোর জুয়েলারি কোম্পানির শেয়ারের দাম আজ অনেকটাই কমেছে। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম -০১.০৬ শতাংশ কমে হয়েছে ২,৪৮৫.৬০ টাকা। অন্যদিকে রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম ০.১৯ শতাংশ বেড়ে হয়েছে ৬৪১.৮৫ টাকা। বৈভব গ্লোবালের শেয়ারের দাম -০.০৪ শতাংশ কমে হয়েছে ৫৭০.০৫ টাকা। কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম ২.২৩ শতাংশ বেড়ে হয়েছে ৮০.৩৫ টাকা। এছাড়াও গোল্ড ইন্টারের শেয়ারের দাম -৩.৪২ শতাংশ কমে হয়েছে ৯১৯.৪৫ টাকা।
বিশ্বে সোনা-রুপোর বাজার
বিশ্ব বাজারে আজ সোনার দাম কমেছে। এদিন বিশ্ব বাজারে সোনার দাম -০.১৮ শতাংশ অর্থাৎ ৩.২২ ডলার কমে হয়েছে প্রতি আউন্স ১,৮২৬.৪৯ ডলার। অন্যদিকে রুপোর দাম +০.০৩ শতাংশ অর্থাৎ ০.০১ সেন্ট বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ২৪.৩১ ডলার।
আরও পড়ুন: Petrol Price Today: ছট পুজোর দিন কি বাড়ল পেট্রোল ডিজেলের দাম, দেখে নিন