Gold Price Today : সোনার দামের ওঠাপড়া জারি, জানুন আপনার শহরের দর

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Dec 27, 2021 | 7:57 PM

Gold Price Today : সোনা-রুপোর দাম এদিন অনেকটাই কমেছে জুয়েলারি মার্কেটের শেয়ারেও। আজ টাইটান কোম্পানির শেয়ারের দাম ০.৬১ শতাংশ বেড়ে হয়েছে ২,৩৩০.৬০ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম -০.১১ শতাংশ কমে হয়েছে ৭৪৪.৪৫ টাকা।

Gold Price Today : সোনার দামের ওঠাপড়া জারি, জানুন আপনার শহরের দর

Follow Us

কলকাতা: আন্তর্জাতিক বুলিয়ান বাজারের গতিপ্রকৃতির কারণে সোমবার অর্থাৎ ২৭ ডিসেম্বর ঘরোয়া বাজারে আজ সোনার রুপোর দামের ওঠাপড়া দেখতে পাওয়া গিয়েছে। আজ সকালে যেখানে সোনার দাম বাড়তে দেখা গিয়েছিল, সেখানে রুপোর দাম কমতেও দেখা গিয়েছে। এদিন সকাল ৯.২৬ মিনিটে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে গোল্ড ফিউচারে ৯৯ টাকা অর্থাৎ ০.২১ দাম বাড়তে দেখা গিয়েছিল, সেই সময় সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ৪৮,১৭৯ টাকা।

কলকাতার সোনা-রুপোর দর

কলকাতায় সোনার দাম আজ সামান্যই কমেছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪,৭৪০ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩৭,৯২০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ৪৭,৪০০ টাকা এবং ৪,৭৪,০০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫,০১০ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৪০,০৮০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৫০,১০০ টাকা এব ৫,০১,০০০ টাকা।

শেয়ার বাজারে সোনা-রুপোর দর

সোনার দাম আজ শেয়ার বাজারে সামান্যই বেড়েছে।এদিন কমোডিটির (MCX) বাজারে ফেব্রুয়ারি মাসের সোনার দাম ০.৪১০ শতাংশ অর্থাৎ ৪৭.০০ টাকা বেড়ে হয়েছে ৪৮,১৬৬.০০ টাকা। অন্যদিকে মার্চ মাসের রুপোর দাম এদিন -০.০৩ শতাংশ কমে হয়েছে ৬২,২৭৯ টাকা।

জুয়েলারি শেয়ার হালহকিকত

সোনা-রুপোর দাম এদিন অনেকটাই কমেছে জুয়েলারি মার্কেটের শেয়ারেও। আজ টাইটান কোম্পানির শেয়ারের দাম ০.৬১ শতাংশ বেড়ে হয়েছে ২,৩৩০.৬০ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম -০.১১ শতাংশ কমে হয়েছে ৭৪৪.৪৫ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম ১.৫৭ শতাংশ বেড়ে হয়েছে ৫৮০.০০ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম -১.১৮ শতাংশ কমে হয়েছে ৬৭.০০ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম -১.৮৯ শতাংশ কমে হয়েছে ৭৬৮.০৫ টাকা।

বিশ্বে সোনা-রুপোর বাজার

বিশ্ববাজারে সোমবার সোনার দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে রুপোর দামও। এদিন বিশ্ববাজারে সোনার দাম ০.১১ শতাংশ অর্থাৎ ২.১৩ ডলার বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৮০৯.৫৪ ডলার। অন্যদিকে রুপোর দামও ০.৩১ শতাংশ অর্থাৎ ০.৭ সেন্ট বেড়ে হয়েছে ২২.৯৩ ডলার প্রতি আউন্স।

সোনার মিউচুয়াল ফান্ড

এদিনও মিউচুয়াল ফান্ডের দাম কমতে দেখা গিয়েছে।। সোমবার অ্যক্সিস গোল্ড ইটিএফ- এর দাম -০.১০ শতাংশ কমে হয়েছে ৪১.৭৩ টাকা। বিড়লা গোল্ড ইটিএফ-এর দাম এদিন ছিল ৪৩.৯২ টাকা। গোল্ড বিইএএস (Gold BeES) দাম -০.২৪ শতাংশ কমে হয়েছে ৪১.৬৫ টাকা। এছাড়াও এইচডিএফসি এবং আইসিআইসিআই গোল্ড ইটিএফ এর দাম যথাক্রমে -০.১৯ শতাংশ এবং -০.২৮ শতাংশ কমে হয়েছে ৪২.৮৪ টাকা ও ৪২.৭১ টাকা।

আরও পড়ুন: Petrol Price Today: আন্তর্জাতিক বাজারে টালমাটাল অপরিশোধিত তেল, জানুন দেশে জ্বালানি তেলের দাম

Next Article