Gold Price Today: গত ৬ মাসে সর্বোচ্চ সোনা-রুপোর দর, আজ কততে বিকোচ্ছে হলুদ ধাতু?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 05, 2022 | 12:07 PM

Gold Price Today: অনেকটা হারে দাম বেড়েছে সোনা-রুপোর। গত ৬ মাসে সর্বোচ্চ রয়েছে হলুদ ধাতুর দর।

Gold Price Today: গত ৬ মাসে সর্বোচ্চ সোনা-রুপোর দর, আজ কততে বিকোচ্ছে হলুদ ধাতু?
ছবি সৌজন্যে : PTI

Follow Us

কলকাতা: বিয়ের মরশুমে বাড়ছে সোনার দাম (Gold Price Today)। সপ্তাহের প্রথম দিনে দাম বাড়ল হলুদ ধাতুর। ফলে মুখ ভারী ক্রেতাদের। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৬০ টাকা। সোনার পাশাপাশি এদিন লম্বা লাফ রুপোর দামেও। এদিন ১ কেজি রুপোর দাম (Silver Price Today) বেড়েছে ৯০০ টাকা।

সোমবার দুপুর ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৯৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৯,৬৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৯,৬০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৯৬,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৪১১ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৩,২৮৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৪,১১০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৪১,১০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭২,৫০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বিয়ের মরশুমে ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম। ফলে মাথায় চিন্তার ভাঁজ ক্রেতাদের। এদিন গত ৬ মাসে সর্বোচ্চ হয়েছে হলুদ ধাতুর দর। শুধু সোনাই নয়। এদিন রুপোর দামও গত ৬ মাসে সর্বোচ্চ রয়েছে।

বিশ্ব বাজারে খানিকটা ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম। ফলে স্বাভাবিকভাবেই দেশীয় বাজারে সোনার দামে তার প্রভাব পড়েছে। এদিন আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৮০৮.৫১ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৬০৪.৫৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১৫ টাকা। বুধবার দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৮৫.৩০ টাকা।

Next Article