Gold Price Today : মঙ্গলে আরও সস্তা হল সোনা, জেনে নিন সোনা-রুপোর দর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 11, 2022 | 12:49 PM

Gold Price Today : মঙ্গলেও দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৭০০ টাকা।

Gold Price Today : মঙ্গলে আরও সস্তা হল সোনা, জেনে নিন সোনা-রুপোর দর
ছবি সৌজন্যে : Pixabay

Follow Us

কলকাতা : লক্ষ্মীপুজোর পর গতকাল দাম কমেছিল সোনার। মঙ্গলবারও সেই ট্রেন্ডই বজায় থাকল। এদিনও দাম কমল সোনার। মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৭০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৭৭০ টাকা। সোনার সঙ্গে এদিন দাম কমেছিল রুপোরও। এদিন ১ কেজি সোনার দাম কমেছে ৬০০ টাকা।

মঙ্গলবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৯০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৫২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৯০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৯,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১১৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৯২৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,১৬০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১১,৬০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৮,৯০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গতকালের পর এদিনও দাম কমেছে সোনার। পরপর দু’দিন দাম কমায় অনেকটা সস্তা হল সোনা। গত এক সপ্তাহে এদিন সর্বনিম্ন রয়েছে সোনার দাম।

এদিন বিশ্ব বাজারে আরও খানিকটা কমল সোনার দাম। গতকাল আন্তর্জাতিক বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৮৮.৬১ মার্কিন ডলার। এদিন তা আরেকটু কমে হয়েছে ১,৬৬৭.০৮ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২,৬৪০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দামও কমে হয়েছে ৯৯.৫৫ টাকা। দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৯৪.২০ টাকা।

Next Article