কলকাতা : সপ্তাহের প্রথম দিনেই সুখবর গয়না ক্রেতাদের জন্য। মাসের শেষে দাম কমল সোনার। এর আগে শনিবারও বেশ খানিকটা দাম কমেছিল সোনার। এবার সোমবারও পড়ল হলুদ ধাতুর দর। এদিন ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১৭০ টাকা। সোনার পাশাপাশি এদিন দাম কমেছে রুপোরও। ১ কেজি রুপোর দাম কমল ৮০০ টাকা।
সোমবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭১৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৭২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,১৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭১,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৪৩ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,১৪৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৪৩০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৪,৩০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৪,০০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
বিগত কয়েকদিন ধরেই দাম পড়ছে সোনার। গত পাঁচদিনে সর্বনিম্ন রয়েছে সোনার দাম। এদিনও বিশ্ব বাজারে সামান্য দাম কমেছে সোনার। তার প্রতিফলনই দেখা গিয়েছে দেশীয় সোনার বাজারে। এদিকে সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। গত ১৪ দিনে সোমবার সর্বনিম্ন রয়েছে রুপোর দাম।
সোমবার বিশ্ব বাজারে এক আউন্স সোনার দাম রয়েছে ১,৭২৩.৬৩ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৫৩৭.৬০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৭৭.৮০ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দাম সামান্য কমে হয়েছে ৭০.৫০ টাকা।