Gold Price Today : বাড়ছে প্রিয় ধাতুর দাম, বৃহস্পতিবারে কলকাতায় সোনা-রুপোর দর কত?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 09, 2022 | 1:08 PM

Gold Price Today : ক্রমশ ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দাম। বৃহস্পতিবারে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ২৫০ টাকা। বাড়ল রুপোর দামও।

Gold Price Today : বাড়ছে প্রিয় ধাতুর দাম, বৃহস্পতিবারে কলকাতায় সোনা-রুপোর দর কত?
প্রতীকী ছবি।

Follow Us

কলকাতা : ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। বৃহস্পতিবার বাজার খুলতেই বাড়ল সোনার দাম। এই নিয়ে পরপর দু’দিন সোনার দামে বৃদ্ধি দেখা গেল। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ২৫০ টাকা। সোনার পাশাপাশি দাম বাড়ল রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম বাড়ল ১০০ টাকা।

এমসিএক্স সূচকে এদিন বেলা ১২ টা অনুযায়ী সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৯৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৩৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৯৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৯,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৩১ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৮৪৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৩১০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৩,১০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬২,২০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গতকাল ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছিল ১০০ টাকা। বৃহস্পতিবার বাজার খুলতেই ফের বাড়ল সোনার দাম। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ২৫০ টাকা। সেই সঙ্গে সামান্য বেড়েছে রুপোর দামও। গত ছয়দিনের মধ্যে এদিন সর্বোচ্চ হল সোনার দাম। সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। এদিন এক কেজি রুপোর দাম বেড়েছে ১০০ টাকা। গত বেশ কয়েকদিন ধরেই সোনা-রুপোর দাম বেশ অস্থায়ী।

এদিন বিশ্ববাজারে সামান্য দাম কমল সোনার। গতকাল এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮৫২.২৮ মার্কিন ডলার। এদিন তা কমে হয়েছে ১,৮৫২ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

এদিন দাম বাড়ল টাইটান কোম্পানির শেয়ারের। বৃহস্পতিবার টাইটানের শেয়ারের দাম হয়েছে ২,১৪২.৮০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৬০.৩৫ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ২২.৮০ টাকা।

Next Article