আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয়। বাড়ির ঠিকানা বা পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের ব্যবহার রয়েছে। ট্রেনে যাত্রা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এখন আধার কার্ড প্রয়োজনীয়। আধার কার্ডের সঙ্গে ব্য়াঙ্কের অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, প্যান কার্ড সংযোগ করা থাকে। তাই আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে আরেকটু বেশি সতর্ক থাকতে হয়। সঠিকভাবে আধার কার্ড ব্যবহার না করলে প্রতারণার শিকার হতে পারে। তাই আধার কার্ডের জালিয়াতি কমাতে কেউ ভার্চুয়াল আইডি বা ভিআইডি ব্যবহার করতে পারেন।
ভার্চুয়াল আইডি বা ভিআইডি কী?
UIDAI এর ওয়েবসাইট অনুসারে ভার্চুয়াল আইডি বা ভিআইডি হল একটি অস্থায়ী, প্রত্যাহারযোগ্য ১৬ অঙ্কের নম্বর। এই নম্বরটি আধার নম্বরের সঙ্গেই ম্যাপ করা থাকে। যাচাইকরণ বা eKYC করার সময় VID ব্যবহার করা যেতে পারে। VID থেকে আধার নম্বর বের করা কোনওভাবে সম্ভব নয়। ফলে আধার নম্বর দিয়ে জালিয়াতি ঠেকাতে VID ব্যবহার করা যেতেই পারে। আধার কার্ড ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্যই ভার্চুয়াল আইডি বা ভিআইডি চালু করেছে আধার কর্তৃপক্ষ।
কীভাবে VID তৈরি করবেন?