Aadhaar Card Update: জালিয়াতি থেকে বাঁচতে আধার নম্বর দিতে অনিহা! এই অভিনব সহজ উপায়ে মিলবে সুরাহা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 08, 2022 | 10:37 PM

Aadhaar Card Update : জালিয়াতি থেকে বাঁচতে আধার নম্বর না দিলেও চলবে। পরিবর্তে দেওয়া যাবে VID। VID থেকে ব্যবহারকারীর আধার নম্বর বের করা যাবে না।

Aadhaar Card Update: জালিয়াতি থেকে বাঁচতে আধার নম্বর দিতে অনিহা! এই অভিনব সহজ উপায়ে মিলবে সুরাহা
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয়। বাড়ির ঠিকানা বা পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের ব্যবহার রয়েছে। ট্রেনে যাত্রা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এখন আধার কার্ড প্রয়োজনীয়। আধার কার্ডের সঙ্গে ব্য়াঙ্কের অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, প্যান কার্ড সংযোগ করা থাকে। তাই আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে আরেকটু বেশি সতর্ক থাকতে হয়। সঠিকভাবে আধার কার্ড ব্যবহার না করলে প্রতারণার শিকার হতে পারে। তাই আধার কার্ডের জালিয়াতি কমাতে কেউ ভার্চুয়াল আইডি বা ভিআইডি ব্যবহার করতে পারেন।

ভার্চুয়াল আইডি বা ভিআইডি কী?

UIDAI এর ওয়েবসাইট অনুসারে ভার্চুয়াল আইডি বা ভিআইডি হল একটি অস্থায়ী, প্রত্যাহারযোগ্য ১৬ অঙ্কের নম্বর। এই নম্বরটি আধার নম্বরের সঙ্গেই ম্যাপ করা থাকে। যাচাইকরণ বা eKYC করার সময় VID ব্যবহার করা যেতে পারে। VID থেকে আধার নম্বর বের করা কোনওভাবে সম্ভব নয়। ফলে আধার নম্বর দিয়ে জালিয়াতি ঠেকাতে VID ব্যবহার করা যেতেই পারে। আধার কার্ড ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্যই ভার্চুয়াল আইডি বা ভিআইডি চালু করেছে আধার কর্তৃপক্ষ।

কীভাবে VID তৈরি করবেন?

  1. UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে যান। ক্লিক করুন  
  2. একটি ড্রপ ডাউন মেনু আসবে। সেখানে ‘My Aadhaar’ অপশনটি বেছে নিন। সেখান থেকে আধার পরিষেবা অপশনে ক্লিক করুন।
  3. ‘Virtual ID generator’ এ ক্লিক করুন
  4. আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। সেখানেই VID তৈরি হবে।
  5. এখানে আপনার আধার নম্বর দিন এবং ক্যাপচা দিন।
  6. হয়ে গেলে ‘Send OTP’ অপশনে ক্লিক করুন। আপনার মোবাই নম্বরে একটি ওটিপি পাবেন।
  7. ওটিপি দিয়ে লগ ইন করুন। এবার ‘Generate VID’ বেছে নিন।
  8. হয়ে গেলে ‘Verify and Proceed’ অপশনে ক্লিক করুন।
  9. তারপর স্ক্রিনে ভেসে উঠবে আপনার VID পাঠিয়ে দেওয়া হয়েছে।
  10. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আপনার VID পেয়ে যাবেন। বিভিন্ন জালিয়াতি থেকে দূরে থাকতে ও সুরক্ষিত থাকতে এই VID আপনি আধার নম্বরের পরিবর্তে ব্যবহার করতেই পারেন।
Next Article