কলকাতা: রথযাত্রায় কমেছিল সোনার দাম। একেই বাম্পার ডিসকাউন্ট, তার উপর সোনার দাম কমা। ক্রেতারা ছুটেছিলেন রথের দিনে গহনা কিনতে। আজ উল্টো রথ। যদি রথ যাত্রায় ছাড় মেলে, তবে উল্টো রথে কি ছাড় মিলবে না? আজ সত্যি সত্যিই দাম কমে গেল সোনার। পাশাপাশি দাম কমেছে রুপোরও। আপনার যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকে সোনার দর কত রয়েছে, জেনে নিন-
আজ, ১৫ জুলাই ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭৫৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭ হাজার ৫৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৭৫ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা কমেছে সোনার দাম।
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩৭৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ৭৪০ টাকা।
১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৩৭ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৫৩০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৫ হাজার ৩০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৫৩ হাজার টাকা। একদিনে দাম কমেছে ১০০ টাকা।
সোনার মতোই রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯৫৪০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯৫ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।