Gold Price Today: রথযাত্রার আগে বাম্পার অফার, আবার বদলে গেল সোনার দাম, দোকানে ছুটুন আজই

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 04, 2024 | 9:31 AM

Gold-Silver Rate: যে হারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে সামান্য দাম কমলেও স্বস্তি পাচ্ছেন মধ্যবিত্তরা। আপনার যদি এই মাসে সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজই কিনতে পারেন।

Gold Price Today: রথযাত্রার আগে বাম্পার অফার, আবার বদলে গেল সোনার দাম, দোকানে ছুটুন আজই
ফাইল ছবি।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: নতুন মাস শুরু হয়েছে। আর মাসের শুরুতেই সুখবর। আবার কমল সোনার দাম। অন্যদিকে আবার দাম বেড়েছে রুপোর। যে হারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে সামান্য দাম কমলেও স্বস্তি পাচ্ছেন মধ্যবিত্তরা। আপনার যদি এই মাসে সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজই কিনতে পারেন। তবে তার আগে আজকের সোনা-রুপোর দর কত, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ, ৪ জুলাই ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৩৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ৩৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা কমেছে দাম। ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৬৩ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা কমেছে দাম।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২৩৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ৩৭০ টাকা। ২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৭ লক্ষ ২৩ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪২৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪ হাজার ২৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৪২ হাজার ৮০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার দাম কমলেও, বেড়েছে রুপোর দাম। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯১৬০ টাকা। ১ কেজি রুপোর দাম ৯১ হাজার ৬০০ টাকা। একদিনে দাম বেড়েছে ১০০ টাকা।

Next Article