কলকাতা : পরপর দু’দিন দাম কমেছিল সোনার। মুখে চওড়া হাসি ছিল সোনার গয়না ক্রেতাদের। তবে সেই হাসি দীর্ঘস্থায়ী হল না। ক্রেতাদের হতাশ করে ফের দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩৮০ টাকা। আর গতকালের পর বৃহস্পতিবার ফের দাম বাড়ল রুপোর। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ১ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার বেলা ২ টো অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৪৪০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৮০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৮,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১০৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৮৪৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,০৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১০,৬০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,১০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
পরপর দু’দিন সোনার দাম কমার পর বৃহস্পতিবার দাম বাড়ল হলুদ ধাতুর। এদিন এক লাফে ৩৫০ টাকা দাম বেড়েছে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার। দাম বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনারও। তবে এই নিয়ে পরপর দু’দিন দাম বেড়েছে রুপোর। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে দেড় হাজার টাকা।
বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমছিল। বৃহস্পতিবার বিশ্ব বাজারে বাড়ল সোনার দাম। এদিন আরও কমল সোনার দাম। গতকাল ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭১৯.৩৬ মার্কিন ডলার। আর এদিন তা বেড়ে হয়েছে ১,৭৩৬.৪৭ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বৃহস্পতিবারও দাম বাড়ল টাইটান কোম্পানির শেয়ারের। গতকাল টাইটান কোম্পানির শেয়ারের দাম ছিল ২,৩০১.৪০ টাকা। এদিন তা বেড়ে হল ২,৩৩৬.৭৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৬৫.৬০ টাকা। পিসি জুয়েলারের শেয়ারের দাম আরও কমে হয়েছে ৪৪.৬০ টাকা।