Income Tax: বেতনের সঙ্গে Arrear-ও পেয়েছেন? বাড়তি আয়করের বোঝা কমাবেন কীভাবে, জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 29, 2022 | 8:00 AM

Income Tax Rules: আয়কর সংক্রান্ত যে কোনও ছাড় লাভের জন্য ৮৯(১) ধারার অধীনে আবেদন করতে হয়। এই ধারাতেই আবেদন করে বেতনের সঙ্গে যুক্ত অতিরিক্ত অর্থ যা এরিয়ার হিসাবেই পরিচিত, তার জন্য় কর দেওয়া থেকে ছাড় মেলে।

Income Tax: বেতনের সঙ্গে Arrear-ও পেয়েছেন? বাড়তি আয়করের বোঝা কমাবেন কীভাবে, জেনে নিন...
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: নতুন অর্থবর্ষের শুরুতে বা অফিসে কোনও কাজে বিশেষ সাফল্যের জন্য বেতনের সঙ্গে অতিরিক্ত কিছু টাকা পেয়েছেন? এর সরাসরি প্রভাব কিন্তু আপনার মাসিক বেতনের উপরে পড়েছে। আর বেতনে প্রভাব পড়ার অর্থ তার প্রভাব আয়করেও পড়বে। আপনি যদি আয়করদাতা হন, তবে আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই আয়কর জমা দিতে হবে। যদি তা না দেন, তবে পরবর্তী সময়ে আয়করের সঙ্গে মোটা অঙ্কের জরিমানাও দিতে হবে। তবে এই বেতনের সঙ্গে পাওয়া অতিরিক্ত অর্থ বা ভাতার জন্য যাতে আয়কর হিসাবে গ্যাটের কড়ি গুনতে না হয়, তার জন্য আবেদন করতে হবে একটি বিশেষ ছাড়ের।

আয়কর সংক্রান্ত যে কোনও ছাড় লাভের জন্য ৮৯(১) ধারার অধীনে আবেদন করতে হয়। এই ধারাতেই আবেদন করে বেতনের সঙ্গে যুক্ত অতিরিক্ত অর্থ যা এরিয়ার হিসাবেই পরিচিত, তার জন্য় কর দেওয়া থেকে ছাড় মেলে। তবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, যদি এরিয়ার যোগ হওয়ার পর করের হার বৃদ্ধি পায়, তবেই এই ধারায় আবেদন করা যাবে। যদি কোনো অতিরিক্ত করের বোঝা না চাপে, তবে এই ছাড়ের জন্য আবেদন করা যাবে না।

কীভাবে এরিয়ার বাদে আয়করের হিসাব করবেন?

ধরা যাক, বছরে আপনার আয় ১২ লক্ষ টাকা। অর্থাৎ আপনি আয়করের অধীনে পড়ছেন। এর পাশাপাশি আপনি ৩ লক্ষ টাকা এরিয়ার বাবদ পেয়েছেন বছরের বিভিন্ন সময়ে। যাবতীয় ভাতা ও ছাড়গুলি বাদ দিলে আপনার ট্যাক্সেবল ইনকাম বা করযুক্ত আয় বেড়ে দাঁড়াচ্ছে ৮ লক্ষ টাকাতে। এবার আপনাকে এই পদ্ধতিতে হিসাব করতে হবে-

এরিয়ার মিলিয়ে মোট আয়- ১২ লক্ষ টাকা + ৩ লক্ষ টাকা= ১৫ লক্ষ টাকা
এতে আয়কর বসবে- ২ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা
এর উপরে ১০ হাজার ৫০০ টাকা সেস যোগ করলে, তা বেড়ে দাঁড়াচ্ছে ২ লক্ষ ৭৩ হাজার টাকায়।

আর যদি এরিয়ার বাদ দিয়ে আয়ের হিসাব করা হয়, তবে ১২ লক্ষ টাকা আয়ের উপরে আয়কর বসবে ১ লক্ষ ৭২ হাজার ৫০০ টাকা। এরসঙ্গে ৬৯০০ টাকা যোগ হবে সেসের। সব মিলিয়ে মোট করের পরিমাণ বেড়ে দাঁড়াবে ১ লক্ষ ৭৪ হাজার ৪০০ টাকায়।

এবার এরিয়ার যুক্ত ও এরিয়ার বাদ দিয়ে করযুক্ত মোট আয়ের হিসাব করলে দাঁড়াচ্ছে ২ লক্ষ ৭৩ হাজার টাকা – ১ লক্ষ ৭৪ হাজার ৪০০ টাকা = ৯৩ হাজার ৬০০ টাকা।

এরপরের ধাপে বেতন থেকে যাবতীয় ভাতা বাদ দিলে, সেই অর্থের পরিমাণ ৩১ হাজার ৮০০ টাকা হয়। এই টাকাকে এরিয়ারযুক্ত মোট আয়কর অর্থাৎ ২ লক্ষ ৭৩ হাজার থেকে বিয়োগ করতে হবে। এক্ষেত্রে আপনার বকেয়া করের পরিমাণ কমে দাঁড়াবে ২ লক্ষ ৪১ হাজার ২০০ টাকায়।

কীভাবে ছাড়ের আবেদন করবেন?

এই ছাড় পাওয়ার জন্য বাধ্যতামূলকভাবে আয়কর জমা দেওয়ার আগে ফর্ম ১০ই জমা দিতে হবে। সেখানে বেতনের এই হিসাব উল্লেখ থাকলেই করে ছাড় পাওয়া যাবে।

Next Article