কলকাতা: উৎসবের মরশুমে ধুম পড়েছে গহনা কেনার। সোনা-রুপোর গহনা কিনছেন অনেকেই। সামনেই আবার রয়েছে ধনতেরাসও। ফলে আরও কেনাকাটা বাড়বে। কিন্তু এই উৎসবের মরশুমে চাপ বাড়ছে মধ্য়বিত্তের পকেটে। কারণ প্রতিদিনই চড়ছে সোনার দাম। আজ, ২৬ অক্টোবরও বাড়ল হলুদ ধাতুর দাম। ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৫০০ টাকা। একইসঙ্গে দাম বেড়েছে ২৪ ক্যারেট সোনারও।
দুর্গাপুজো শেষ হতে না হতেই সোনার বাজারে লেগেছে আগুন। ধনতেরাস বা তার আগে যদি আপনার সোনার গহনা কেনার পরিকল্পনা করে থাকেন, তবে বাজারে সোনার দর কত, তা জেনে রাখা জরুরি। নাহলে ঠকে যাওয়ার সমূহ সম্ভাবনা।
২২ ক্যারেট সোনার দাম-
১ গ্রাম সোনা– ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ ৫৬৮০ টাকা। গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৫৬৬৫ টাকা। অর্থাৎ একদিনে ১৫ টাকা দাম বেড়েছে ১ গ্রাম সোনার।
৮ গ্রাম সোনা– ২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম ৪৫ হাজার ৪৪০ টাকা। গতকাল এর দাম ছিল ৪৫ হাজার ৩২০ টাকা। অর্থাৎ একদিনে ১২০ টাকা দাম বেড়েছে।
১০ গ্রাম সোনা– ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৬ হাজার ৮০০ টাকা। গতকালের তুলনায় আজ ১৫০ টাকা দাম বেড়েছে।
১০০ গ্রাম সোনা– আজ ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৬৮ হাজার টাকা। গতকালের তুলনায় আজ সোনার দাম বেড়েছে ১৫০০ টাকা।
১ গ্রাম সোনা– ২৪ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম ৬১৯৬ টাকা। গতকাল ১ গ্রাম সোনার দাম ছিস ৬১৮০ টাকা। অর্থাৎ একদিনে ১৬ টাকা দাম বেড়েছে।
৮ গ্রাম সোনা– ২৪ ক্যারেটের ৮ গ্রাম সোনার দাম আজ ৪৯ হাজার ৫৬৮ টাকা। গতকাল এর দাম ছিল ৪৯ হাজার ৪৪০ টাকা। একদিনে দাম বেড়েছে ১২৮ টাকা।
১০ গ্রাম সোনা– ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬১ হাজার ৯৬০ টাকা। গতকাল দাম ছিল ৬১ হাজার ৮০০ টাকা। একদিনে ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৬০ টাকা।
১০০ গ্রাম সোনা– ২৪ ক্য়ারেট ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ১৯ হাজার ৬০০ টাকা। গতকাল ১০০ গ্রাম সোনার দাম ছিল ৬ লক্ষ ১৮ হাজার টাকা।