কলকাতা: লক্ষ্মীবারে দামি হল হলুদ ধাতু। বেশ কিছুটা বাড়ল সোনার দাম। বুধবার, করবা চৌথের দিন সোনার দাম একধাক্কায় তিন হাজার টাকা কমলেও, আজ ফের কিছুটা বাড়ল সোনার দাম। ধনতেরাসের আগেই দাম বাড়ায়, মধ্যবিত্তের পকেটে বেশ কিছুটা চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। আজ যদি আপনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোর দর কত রয়েছে, তা জেনে নিন-
১ গ্রাম সোনা– ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৫,৬৫০ টাকা। গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৫,৬৪০ টাকা। অর্থাৎ একদিনে ১০ টাকা দাম বেড়েছে।
৮ গ্রাম সোনা– আজ ২২ ক্যারেটের ৮ গ্রাম সোনার দাম রয়েছে ৪৫ হাজার ২০০ টাকা। গতকালের তুলনায় ৮০ টাকা বেড়েছে ৮ গ্রাম সোনার দাম।
১০ গ্রাম সোনা– ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৫০০ টাকা। গতকাল এই দাম ছিল ৫৬ হাজার ৪০০ টাকা। অর্থাৎ একদিনে দাম বেড়েছে ১০০ টাকা।
১০০ গ্রাম সোনা– ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার টাকা। গতকাল দাম ছিল ৫ লক্ষ ৬৪ হাজার টাকা। একদিনে দাম বেড়েছে ১ হাজার টাকা।
১ গ্রাম– ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬,১৬৪ টাকায়। গতকাল দাম ছিল ৬১৫৩ টাকা। একদিনে দাম বেড়েছে ১১ টাকা।
৮ গ্রাম– ২৪ ক্যারেটের গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৯,৩১২ টাকা। গতকালের তুলনায় আজ দাম বেড়েছে ৮৮ টাকা।
১০ গ্রাম– ২৪ ক্য়ারেট ১০ গ্রাম সোনার দাম ৬১ হাজার ৬৪০ টাকা। গতকাল এর দাম ছিল ৬১ হাজার ৫৩০ টাকা। অর্থাৎ একদিনে দাম বেড়েছে ১১০ টাকা।
১০০ গ্রাম– ২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ১৬ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০০ টাকা দাম বেড়েছে।
সোনার পাশাপাশি আজ দাম বেড়েছে রুপোরও। ১ কেজি রুপোর দাম ৭০০ টাকা বেড়ে ৭৪ হাজার ৮০০ টাকায় পৌঁছেছে।